বাড়ল দলবদলের সময়, পেছাল লিগও
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। আজ ছিল দলবদলের শেষ দিন। বাফুফের লিগ কমিটি এই দলবদলের সময়সীমা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে।
নোফেল স্পোর্টিং ক্লাবের চ্যাম্পিয়নশিপ লিগে অংশগ্রহণের অনিশ্চয়তা ছিল। তারা এক মাস দলবদলের সময় বাড়ানোর দাবি জানিয়েছিল। ফেডারেশন অবশ্য দুই সপ্তাহ বৃদ্ধি করেছে। তাই লিগে অংশগ্রহণের নিশ্চয়তা দিলেন ক্লাবটির কর্মকর্তা সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন, 'দুই সপ্তাহ সময় পাওয়ায় এখন আমরা দল গঠন করতে পারব। খেলোয়াড় সংগ্রহ প্রক্রিয়া চলমান।’ নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার নাম মিলিয়ে দলটির নাম নোফেল। তিন জেলার বিভিন্ন ব্যক্তিদের সহযোগিতার মাধ্যমেই এবার দল গঠনের চেষ্টা নোফেলের।
বিজ্ঞাপন
দলবদলের সময়সীমা বাড়লেও আজ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে দেশের সবচেয়ে প্রাচীন ক্লাব ওয়ারী। দলবদলের সময় বাড়ানো ও লিগ শুরুর সময় উভয়ই দুই সপ্তাহ পেছানোয় খানিকটা ক্ষতির সম্মুখীন হতে পারে অনেক ক্লাব এমনটাই মত ওয়ারী ক্লাবের সাধারণ সম্পাদক মহিদুর রহমান মেরাজের, 'প্রায় সব ক্লাবই ফেব্ররুয়ারির লিগের জন্য প্রস্তুত ছিল। এখন খেলা পেছানোয় ক্লাবের পরিকল্পনায় যেমন ব্যাঘাত ঘটবে তেমনি ব্যয়ও বাড়বে।’ নোফেলের পাশাপাশি উত্তরা এফসিও আবেদন করেছিল দলবদলের সময় বাড়ানোর জন্য।
প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়া মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চ্যাম্পিয়নশিপ লিগে খেলছে না। সিনিয়র ডিভিশনের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল ক্লাব লাইসেন্সিং না করায় এই স্তরে খেলবে না। ফরাশগঞ্জ ও পিডবিউডি লাইসেন্সিং শর্ত পূরণ করে এবার পেশাদার লিগের দ্বিতীয় স্তরে খেলছে। আগামী মৌসুম থেকে সরাসরি (সিনিয়র ডিভিশন প্রমোশন ব্যতীত) চ্যাম্পিয়নশিপ লিগ খেলতে হলে ফেডারেশনে ৫০ লাখ টাকা জমা দেয়ার বিধান করেছে। এর আগেই দু’টি ক্লাব এই সুবিধা গ্রহণ করলো।
বিজ্ঞাপন
এজেড/এইচজেএস