ঘরোয়া ফুটবলের মূল দ্বৈরথ এখন ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যে। শিরোপার লড়াইটাও হয় এই দুই দলের মধ্যেই। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল (বিপিএল) লিগের পঞ্চম রাউন্ডে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। ম্যাচের প্রথমার্ধে বসুন্ধরা কিংস ১-০ গোলে এগিয়ে রয়েছে। 

এর আগে ম্যাচের দ্বাদশ মিনিটে গোলের সুযোগ তৈরি করেছিল আবাহনী। রহমত মিয়ার থ্রো-ইন পেয়ে মোহাম্মদ হৃদয়ের ডান প্রান্ত থেকে মাপা ক্রস নেন। সেখান থেকে ওয়াশিংটনের জোরালো হেড গোল লাইন অতিক্রম করার মুহূর্তে গোলরক্ষক আনিসুর রহমান জিকো বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে গোল নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। পরে ২৩ মিনিটে কিংসও একটি সুযোগ মিস করে। অধিনায়ক রবিনহোর প্রায় বাইলাইন থেকে করা ক্রসে রাকিব লাফিয়ে ওঠে লক্ষ্যে হেড নিলেও গোলরক্ষক শহিদুল আলম সোহেল দারুণ চেষ্টায় গোল সেভ করেন। 

২৬তম মিনিটে অধিনায়ক রবিনহোর গোলে লিড নেয় কিংস। ব্রাজিলিয়ান মিগুয়েলের কর্নারে দোরিয়েলটনের হেডে রবিনহো ওভারহেড কিকে গোলরক্ষককে পরাস্ত করেন। বিরতির আগে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ মিস করে কিংস। অধিনায়ক রবিনহোর পাসে দোরিয়েলটন বক্সে ঢুকে নেওয়া জোরালো শট পোস্টে প্রতিহত হয়।

গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায় দুই দলের ফুটবলাররা মাঝেমধ্যে মেজাজ হারিয়েছেন। ফলে রেফারি নাসির হলুদ কার্ড দেখিয়েছেন দুই দলের ফুটবলারকেই।

এজেড/এএইচএস