‘মুন্না ভাইকে নিয়ে এখনো আলোচনা হয়’
বাংলাদেশের ফুটবলের সঙ্গে বিশেষভাবে মিশে আছে ভারতের ইস্ট বেঙ্গল ক্লাব। নব্বইয়ের দশকে আসলাম, মুন্নাদের পর এবার ইস্ট বেঙ্গলে খেলবেন সানজিদা আক্তার। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এই ফুটবলারকে নিয়ে কলকাতায় চলছে উন্মাদনা।
বাংলাদেশের বাইরে এমন উন্মাদনা দেখে বেশ খুশি ২২ বছর বয়সী এই ফুটবলার। নিজের চেয়ে এখনো বাংলাদেশের কিংবদন্তি প্রয়াত মোনেম মুন্নাকে কলকাতার ফুটবলাঙ্গন মনে রেখেছে এতেই বিস্ময় বেশি সানজিদার, 'মুন্না ভাইকে নিয়ে এখানে অনেক আলোচনা করে। আমি ইস্ট বেঙ্গলে আসার পর উনার নাম খবরের শিরোনামে। এটা অনেক বড় সম্মানের। বড় কথা হলো উনাদের সম্মানের সঙ্গে বাংলাদেশের সম্মান জড়িত। আমার উপরে অনেক চাপ এসে পড়েছে।'
বিজ্ঞাপন
মুন্নাকে ভিন দেশের মানুষ স্মরণ করেছে খেলার কারণে। তাই খেলা নিয়েই মনোযোগ সানজিদার, 'অনেক জায়গা আছে ঘোরার। খেলাতেই মনোযোগ। এখানে ভালোভাবে খেললে আমার নাম দেয়ালে (ক্লাবের বিদেশিদের ছবির) উঠবে। এখানে প্রথম ফরেন ( নারী ফুটবলে) আমি। অবশ্যই খুব ভালো লাগে।' ইস্ট বেঙ্গল দল নিয়ে সানজিদা বলেন, 'আমার দলে ন্যাশনাল টিমের কেউ নেই। আমার দল ৫-৬ নম্বরে। টিম দুর্বল। মেসি কি একা কিছু করতে পারে। আমি ১০০-১২০ দিয়ে চেষ্টা করব।'
কিছু দিন আগে মুন্না, আসলাম ও গাউসদের সম্মাননা জানিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। নারায়ণগঞ্জ থেকে কলকাতায় সানজিদার খোঁজ নিয়েছেন গাউস, 'গাউস ভাই (গোলাম গাউস) ফোন দিয়েছিলেন আমাকে। ভাই ফোন করেন। এখানকার তপন আঙ্কেল এর সঙ্গে গ্রুপে আছেন। উনি আমাকে গিফট দিতে চান। অনেক কথা বললেন। উনি খুশি আমি খেলতে এসেছি। বললেন আমার পছন্দ মতো গিফট কলকাতা থেকে কিনে নিতে বলেছেন।'
বিজ্ঞাপন
সানজিদা এখনো মাঠে নামেননি। এর আগেই ভক্তরা ভিড় করেছে তাকে ঘিরে। কলকাতার উন্মাদনা নিয়ে তিনি বলেন, 'হুগলি সেদিন খেলতে (অনুশীলন) গেলাম। সবাই সেলফি তুলছে। অনেক ফ্যান ফলোয়ার। সবাই আমার খেলা দেখতে চায়। আমার অনেক ভক্ত।'
বাংলাদেশের নারী ফুটবলারদের মধ্যে দেশের বাইরে খেলেন নিয়মিত সাবিনা খাতুন। সাবিনা ভারতের লিগে খেলছেন অন্য দলে। প্রতিপক্ষ দলে খেললেও সাবিনার পরামর্শ নিচ্ছেন সানজিদা, 'এখানে এসে সাবিনা আপুর সঙ্গে কথা হয়েছে। ৫ তারিখ খেলা আপুদের সঙ্গে। অনেক কথা হয়েছে আপুর সঙ্গে।'
সাবিনা অন্য শহরে থাকায় খাবার-ভাষায় ভিন্নতা রয়েছে। সানজিদা ইস্ট বেঙ্গলে থাকায় কলকাতায় ঢাকার মতো যানজট, খাওয়া-দাওয়া সব একই।
এজেড/এইচজেএস