প্রিমিয়ার ফুটবল লিগের পঞ্চম রাউন্ডে আজ দু’টি ম্যাচ ছিল। দু’টি ম্যাচই গোলশূন্য ড্র হয়েছে। কিংস অ্যারেনায় ফর্টিজ এফসির সঙ্গে শেখ রাসেল ও মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে রহমতগঞ্জ ড্র করেছে। 

এই দুই ম্যাচ ড্রয়ে মোহামেডানের দ্বিতীয় স্থান আরো সুসংসহত হয়েছে। পাঁচ ম্যাচে মোহামেডান ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে বাংলাদেশ পুলিশের সংগ্রহ ৭। তাদের অবস্থান তৃতীয়। আবাহনীর পয়েন্টও সাত তবে গোল ব্যবধানের জন্য চতুর্থ স্থানে। পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ টানা পাচ ম্যাচ্রই ড্র করেছে। পাঁচ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রহমতগঞ্জ। সমান পাচ পয়েন্ট নিয়ে ফর্টিজ ও শেখ রাসেল যথাক্রমে সপ্তম-অস্টম স্থানে।

ফুটবলের অন্যতম অংশ রেফারিং। ঘরোয়া ফুটবলে রেফারিরা বরাবরই অবহেলিত। তাদের সম্মানী থাকে বকেয়া সেখানে স্বীকৃতির প্রত্যাশা তো বাহুল্য। বাফুফের অন্যতম সহ-সভাপতি ইমরুল হাসান লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর রেফারিদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন। সেই প্রতিশ্রতি অনুযায়ী আজ ডিসেম্বর মাসের সেরা রেফারির পুরস্কার প্রদান করেছেন। রেফারিদের এমন স্বীকৃতি ঘরোয়া ফুটবলে একটি বিশেষ প্রশংসনীয় উদ্যোগ।

ডিসেম্বর মাসে সেরা রেফারির স্বীকৃতি পেয়েছেন আলমগীর। সাবেক রেফারিদের সমন্বয়ে একটি বিচারক কমিটির রায়ে আলমগীর গত মাসের সেরা রেফারি হয়েছেন। সেরার স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট ও ৫০ হাজার টাকা আলমগীরের হাতে তুলে দেন লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসান। 

ইমরুল হাসানের বাফুফে সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যানরে পাশাপাশি আরেকটি বড় পরিচয় তিনি প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের সভাপতি। একটি শীর্ষ ক্লাবের সভাপতির হাত থেকে রেফারির পুরস্কারের বিষয়টি খানিকটা তর্কযোগ্য বিষয়। সেই তর্ক আরেকটু বেগবান করেছে যখন আবাহনী ম্যাচের আগে বসুন্ধরা কিংস রেফারিং নিয়ে চিঠি দেয়। 

আজ কিংস অ্যারেনায় এই প্রসঙ্গ উঠলে ইমরুল হাসান বলেন,‘ ফুটবল এমন একটি খেলা যেখানে সব সময় পক্ষ বিপক্ষ থাকে। প্রত্যাশা পূরণ না হলে অভিযোগও থাকে। তবে সেরা রেফারি মনোনয়নের ক্ষেত্রে সেগুলো প্রভাব বিস্তার করেনি। এখন পর্যন্ত রেফারিং নিয়ে আমরা সন্তুষ্ট এবং এত দিন রেফারিং নিয়ে যে বিতর্ক ছিল সেগুলো কেটে যাচ্ছে।’ 

রেফারিদের এমন স্বীকৃতি রেফারিং মান বৃদ্ধির জন্য ভূমিকা রাখবে বলে মন্তব্য লিগ কমিটির চেয়ারম্যানের,‘ রেফারিদের এমন স্বীকৃতিতে তারা নিজেদের প্রতি আরো যত্নবান হবেন। এতে তারা খেলা আরো সুষ্ঠ এবং নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করতে পারেন।’ প্রতি মাসে রেফারিদের পাশাপাশি আগামীতে সহকারী রেফারিও পুরস্কারের আওতায় আসবেন। মাসিকের মতো রেফারিরাও বাৎসরিক পুরস্কার পাবেন।

কিংস অ্যারেনায় আজকের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করেছেন সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফার। এমন আমন্ত্রণ পেয়ে তিনিও উচ্ছ্বসিত,‘লিগ কমিটির নতুন চেয়ারম্যান সাবেক খেলোয়াড়দের এভাবে সম্মাননা জানাচ্ছেন এটা দারুণ বিষয়। এতে বর্তমান-সাবেক সুন্দর মেলবন্ধন ঘটে। যা আগে ফেডারেশন সেভাবে করেনি।’

সাবেক ফুটবলার আব্দুল গাফফার গত কয়েক বছর ধরে ক্রীড়াঙ্গনে মানবতার সেবায় কাজ করছেন। আজ কিংস অ্যারেনায় এসে সাবেক ফুটবলার শোয়েবের অসুস্থতার খবর শুনতে পান। শোয়েবের চিকিৎসার জন্য তিনি ও ইমরুল হাসান তাৎক্ষণিক আর্থিক সাহায্য করেছেন। পরবর্তী চিকিৎসার জন্য আব্দুল গাফফার ক্রীড়াঙ্গনের অনেকের কাছেই যাবেন বলে জানিয়েছেন। শোয়েব এখন কলকাতায় চিকিৎসাধীন।

এজেড/জেএ