কমলাপুরের টার্ফ নিয়ে যা বললেন ভারতীয় কোচ
গত কয়েক বছর ধরেই আলোচনায় কমলাপুরের টার্ফ। ঝুকিপূর্ণ কমলাপুর টার্ফে একটি টুর্নামেন্টে অংশই নেয়নি বসুন্ধরা কিংস। এরপরও এই টার্ফেই চলছে আন্তর্জাতিক প্রতিযোগিতা। আগামীকাল থেকে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্ট।
চার দেশের টুর্নামেন্টে অংশ নিতে ভারত এসেছে সবার আগে। তারা গতকাল কমলাপুর টার্ফে অনুশীলনও করেছে। আজ টুর্নামেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টার্ফ প্রসঙ্গ এসেছিল। ভারতের কোচ শুক্লা দত্ত টার্ফ নিয়ে বলেন, 'রাবার একটু বেশি মনে হয়েছে। এজন্য বলের বাউন্সও বাড়তি।’ টুর্নামেন্ট টার্ফে অনুষ্ঠিত হবে এজন্য ভারতীয় দল গত কয়েক দিন টার্ফেই অনুশীলন করেছে। তবে ভারতের টার্ফের সঙ্গে কমলাপুরের টার্ফের পার্থক্য রয়েছে বলে জানান ভারতীয় কোচ।
বিজ্ঞাপন
ভারত আগামীকাল টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ খেলবে বিকেল চারটায় ভূটানের বিপক্ষে। বাংলাদেশের ম্যাচটি সন্ধ্যা সাতটায়। প্রতিপক্ষ নেপাল। নেপালের অধিনায়ক সারাহ বাংলাদেশ সম্পর্কে বলেন, 'আমরা প্রস্তুতিটা বেশি দিন নিতে পারিনি। তবে আমরা কাল জিততে চাই। বাংলাদেশের বিপক্ষে আগেও খেলেছি আমরা। আমরা এ টুর্নামেন্টটাই জিততে চাই।’
নেপালী অধিনায়ক বাংলাদেশকে চাপে রাখলেও রেকর্ড অবশ্য বাংলাদেশের পক্ষেই। বয়স ভিত্তিক প্রতিযোগিতায় নারী ফুটবলে নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়ই বেশি।
বিজ্ঞাপন
এজেড/এইচজেএস