প্রথম ক্লাব হিসেবে সুপার লিগ ছাড়ল ম্যানসিটি
ইংলিশ সংবাদ মাধ্যম আগেই জানাচ্ছিল সুপার লিগ থেকে চেলসি, ম্যানচেস্টার সিটির বেরিয়ে যাওয়ার কথা। ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার’ শুরুটা করলো ম্যানচেস্টার সিটি। কিছুক্ষণ আগেই ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছে তারা।
বিবৃতিতে যা বলা হয়েছে তা এমন- ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব নিশ্চিত করছে যে, এটা ইউরোপিয়ান সুপার লিগের পরিকল্পনা উদ্দীপক গ্রুপটি থেকে বেরিয়ে আসার পদ্ধতিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে।
বিজ্ঞাপন
বিষয়টিকে সাধুবাদ জানিয়ে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন বলেছেন, ‘ম্যানচেস্টার সিটিকে ইউরোপীয় ফুটবল পরিবারে ফিরে পেয়ে আমি আনন্দিত। তারা বেশ বুদ্ধিমত্তা দেখিয়েছে। খেলাটার জন্য সিটি একটা রত্ন আর তাদের সঙ্গে মিলে সবার উন্নত ভবিষ্যতের জন্য কাজ করতে পারব, সেজন্যে আমি বেশ আনন্দিত।’
এনইউ/এসএসএইচ
বিজ্ঞাপন