সাফের ফাইনাল যেন শেষ হয়েও হচ্ছে না। টাইব্রেকারের পর বিতর্কিত ‘টস’-এ হেরেছে বাংলাদেশ, জিতেছে ভারত। ভারত শিরোপা উদযাপন করছে। কিন্তু বাংলাদেশ ওই ‘টস’ নিয়ে আপত্তি তুলেছে। এখনো শিরোপা দেওয়া হয়নি ভারতকে।

বেশ কিছুক্ষণ প্রতিবাদের পর ম্যাচ কমিশনার আবার দুই দলকে ডাকেন৷ সেখানে ভারত আপত্তি জানায়। তারা টসে চ্যাম্পিয়ন হয়েছে, এর বাইরে কিছু মানবে না- এটা জানিয়ে মাঠ ত্যাগ করে৷ বাংলাদেশ মাঠে অপেক্ষা করছে৷ রেফারিরাও করছে।

ফুটবলের সাধারণ নিয়মে সাডেন ডেথ চলমান থাকে। ১১-১১ সমতা হওয়ার পর রেফারিকে ডাকে ম্যাচ কমিশনার। সে সাডেন ডেথ না চালিয়ে টস করে। যেটা নিয়ে মূল দ্বন্দ্ব।

ভারত শিরোপা উদযাপনের সময় বাংলাদেশের গ্যালারি থেকে বোতল ছুড়ে মেরেছেন দর্শকরা।

এজেড/এইচজেএস