সাফ অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে জটিলতা এখনো কাটেনি। টসের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন ম্যাচ কমিশনার। সেই সিদ্ধান্ত মানেনি ভারত। তারা মাঠ ত্যাগ করেছে।

বাংলাদেশ মাঠে অবস্থান করে আবার৷ বাইলজ অনুযায়ী ৩০ মিনিট রেফারি অপেক্ষা করবেন। এরপর প্রতিপক্ষ মাঠে না আসলে অন্য দল বিজয়ী হবে। সেই ৩০ মিনিট ইতোমধ্যে অতিক্রম হয়েছে। ম্যাচ কমিশনার ভারত দলকে মাঠে ফেরানোর চেষ্টা করছেন৷ ভারত এখনও অনড়। অন্য দিকে বাংলাদেশের যুক্তি ম্যাচ কমিশনার বাইলজের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। 

ম্যাচ কমিশনারের সিদ্ধান্তের অপেক্ষায় সাফ। টুর্নামেন্টের প্রধান অতিথি ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনিও অপেক্ষা করছেন সিদ্ধান্তের জন্য।

এর আগে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হয়। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ১১-১১ গোলের সমতার পর টস করার সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। প্রথমিকভাবে সিদ্ধান্ত মেনে টসে যায় দুই দল। তবে টসের মাধ্যমে সিদ্ধান্ত আসার পর মেনে নেয়নি বাংলাদেশ। তারা সাফের অফিসিয়াল নিয়মের কথা তুলে ধরে ম্যাচ কমিশনারের কাছে। তাতে সিদ্ধান্ত বদলান কমিশনার।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী সাডেন ডেথ চলবে। তাই শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার ডি সিলভা ডিলান সাফ ও অন্যদের সাথে আলোচনার পর পুনরায় সাডেন ডেথের কথা বলেন। এতে ভারত আপত্তি জানায়। ভারত সেই প্রতিবাদ জানিয়ে মাঠ ছাড়ে।

ভারত মাঠ ছাড়ার পর রেফারি ৩০ মিনিট অপেক্ষা করেছেন। বাইলজ অনুযায়ী ভারত মাঠে না ফেরায় এখন বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার কথা।

এজেড/এইচজেএস