বাংলাদেশ প্রিমিয়া ফুটবল লিগ গত রাউন্ডে জমিয়ে তুলেছিল ঐতিহ্যবাহী মোহামেডান। বসুন্ধরা কিংসকে তাদের কিংস অ্যারেনায় ১-০ গোলে হারিয়েছিল সাদা-কালো দলটি। কিংসকে হারানো উড়তে থাকা মোহামেডানকে মাটিতে নামিয়েছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। 

মুন্সীগঞ্জ শহীদ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে দাউদা সিসে গোল করে রহমতগঞ্জকে এগিয়ে নেন। মোহামেডান ম্যাচে ফেরার সর্বাত্মক চেষ্টা করে। ৮৬ মিনিটে উজবেক ফুটবলার মোজাফফরভ গোল করে ম্যাচে সমতা আনেন। চলতি মৌসুমে মোহামেডানের বেশ কয়েকটি ম্যাচের ত্রাতা এই মিডফিল্ডার। 

৭ ম্যাচ শেষে মোহামেডান ১৫ পয়েন্ট বসুন্ধরা কিংসের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে। টানা চার বারের চ্যাম্পিয়ন কিংসের অবশ্য একটি ম্যাচ কম খেলা। অন্য দিকে রহমতগঞ্জ লিগে টানা সাত ম্যাচ ড্র করে তাদের পয়েন্ট সাত। মোহামেডান ও কিংস অপরাজিত দুই দল এখন পর্যন্ত।

মুন্সিগঞ্জের মতো রাজশাহীর ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ৫ গোলের রোমাঞ্চের ম্যাচ জিতে নিয়েছে আকাশী-নীল জার্সিধারিরা। প্রিমিয়ার লিগে আবাহনী ৩-২ গোলে হারিয়েছে গোপিবাগের দলটিকে।

ম্যাচ ঘড়ির  ৭ মিনিটে ওয়াশিংটন বান্দ্রাও বক্সে ঢুকে বল বাড়ান জোনাথন ফার্নান্দেজকে। এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার সহজেই গোল করেছেন। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ানোর নেপথ্যে নায়ক জোনাথান। মিডফিল্ডারের পাসে এক ডিফেন্ডারকে ছাড়িয়ে ওয়াশিংটন বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর পর আবাহনীর স্টুয়ার্ট কর্নেলিয়াস স্টুয়ার্ট গোল করলে ব্রাদার্স ম্যাচ থেকে ছিটকে যায়।

তিন গোলে পিছিয়ে থেকে ব্রাদার্স ইউনিয়ন দুই গোল পরিশোধ করে।  ওতাবেকের ক্রসে ইনসান হোসেন হেডে গোলকিপারকে পরাস্ত করেন। ইনজুরি সময়ে মোস্তফা কারহাবার নিঁখুত পাসে মোহাম্মদ রাব্বী প্লেসিং শটে ব্যবধান কমিয়ে আনেন। যদিও এতে ফলাফলে কোনো প্রভাব পড়েনি।

আবাহনী সাত ম্যাচে চতুর্থ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। ব্রাদার্স ইউনিয়ন আগের ৩ পয়েন্ট নিয়ে আছে।

এজেড/এইচজেএস