২৬ মার্চ ঢাকায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গতকাল মধ্যরাতে কুয়েত থেকে ফিরেই আজ (রোববার) বিকেলে কিংস অ্যারেনায় বাংলাদেশ দল অনুশীলন করেছে। 

কুয়েতে বাংলাদেশ ০-৫ গোলে হেরেছে ফিলিস্তিনের বিপক্ষে। বড় হারের পেছনে বেশি দায় ডিফেন্ডারদের। গত দুই বছরে বাংলাদেশের রক্ষণে ভরসার নাম তারিক কাজী। ইনজুরির জন্য তিনি দলের সঙ্গে নেই। আজ কিংস অ্যারেনায় অনুশীলনে তারিক কাজীর প্রসঙ্গ উঠেছে। তারিককে নিয়ে কোচ হ্যাভিয়ের বলেন,‌ ‘এটা আমার কাছে কোনো পয়েন্ট নয়, কারণ শুরু থেকেই আমরা জানতাম যে তারিক খেলতে পারবে না। আমরা এই বিষয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তারিক খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কিন্তু আমাদের স্কোয়াডে বাকি যেসব খেলোয়াড় আছে, তারা মানিয়ে নিতে পারে।’

কুয়েতে বাংলাদেশ প্রথম ৪০ মিনিট ভালো ফুটবলই খেলেছে। এরপর আকস্মিক ছন্দপতন। দুই দিন পরের ফিরতি ম্যাচ নিয়ে তাই বিচার-বিশ্লেষণে বসেছেন কোচ, ‘৪০ মিনিটকে বিশ্লেষণ করতে হবে ভালোভাবে। এটা খুঁজে বের করতে হবে যে সেই মানের পারফরম্যান্স কেন আমরা ৯০ মিনিট ধরে দিতে পারলাম না!’ বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে হাই লাইন ডিফেন্স করেছিল। সেটা খানিকটা ঝুঁকিপূর্ণ উল্লেখ করে কোচ বলেন, ‘হাইলাইন ডিফেন্স খেলিয়ে আমরা একটু ঝুঁকি নিয়েছিলাম। প্রতিপক্ষের অর্ধে তাড়াতাড়ি বল দখলে নিয়ে আরও বেশি আক্রমণাত্মক হতে চেয়েছিলাম আমরা। ওই সব পরিস্থিতি থেকে আমরা দুটো সুযোগও পেয়েছিলাম। তারা শক্তিশালী দল, ভালো খেলোয়াড়, শক্তিশালী খেলোয়াড় আছে। এখন আমাদের পুনরায় সমন্বয় করার সময়, দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার সময়।’

ফিলিস্তিন বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী। এরপরও বাংলাদেশের ফুটবলারদের সামর্থ্যের ওপর বিশ্বাস কোচের,‌ ‘আমার চোখে আমাদের দোষের চেয়ে ফিলিস্তিনের কোয়ালিটির কৃতিত্বই বেশি। খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আত্মবিশ্বাস আছে, তাদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমার কোনো দুর্ভাবনা নেই এই বিষয়ে।’

ফিলিস্তিন দল আজ অনুশীলন করেনি। আগামীকাল বিকেলে তাদের অনুশীলন করার কথা রয়েছে।

এজেড/এএইচএস