ফুটবল লিগে ফিরছে তিন যুগ আগের প্রথা!
১ মে সরকারি ছুটির দিন। মতিঝিল-আরামবাগ ক্লাব পাড়া সুনশান নিরবতা থাকলেও বাফুফে ভবনে ছিল পেশাদার লিগ কমিটির সভা। সেই সভায় পরবর্তী মৌসুমে নতুন এক প্রথা চালুর সিদ্ধান্ত এসেছে।
আশির দশকের শেষের দিকে ফুটবলার তৈরির জন্য তখনকার প্রথম বিভাগ লিগে নতুন খেলোয়াড় কিছু সময় খেলানোর বাধ্যবাধকতা ছিল। সেই নিয়মের ফলেই মোহামেডানে ইমতিয়াজ আহমেদ নকীব, আবাহনীতে জাকিরের শীর্ষ পর্যায়ের ফুটবলে পদার্পণ হয়েছিল। কিছু দিনের মধ্যেই জাতীয় তারকায় পরিণত হয়েছিল তারা। তিন যুগ পর বাফুফের পেশাদার লিগ কমিটি অনেকটা সেই নিয়মে আবার ফিরছে। ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। সেই ২৩ জনের মধ্যে অ-১৮ দুই জন এবং মূল একাদশে একজনকে খেলাতেই হবে।
বিজ্ঞাপন
প্রিমিয়ার লিগ দেশের সর্বোচ্চ পর্যায়ের লিগ। এই স্তরে ১৮ বছর বয়সী ফুটবলার শুরু থেকে খেলা অনেক চ্যালেঞ্জিং। তাই খেলানোর সময়টি বাধাধরা নেই, ‘এটি বাংলাদেশের ফুটবলে একেবারে নতুন নয়। এর আগেও ছিল। একাদশে রাখা অ-১৮ খেলোয়াড়কে এক মিনিট না ৯০ মিনিট খেলাবে সেটা ঐ দলের কোচ ও টিম ম্যানেজম্যান্টের বিষয়’ বলেন লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসান।
বিজ্ঞাপন
বাফুফের পেশাদার লিগ কমিটিতে আগে ক্লাব প্রতিনিধিদের উপস্থিতি ছিল। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হতো। গত ও চলতি মৌসুম অবশ্য ফেডারেশনের লিগ কমিটি সিদ্ধান্ত নিয়ে ক্লাবগুলোকে অবহিত করেছে। এখনো লিগ কমিটির সিদ্ধান্তের বিপক্ষে বড় ধরনের আপত্তি করেনি ক্লাবগুলো। তবে আজকের সিদ্ধান্তে ক্লাবগুলোর প্রতিক্রিয়া কেমন হয় দেখার বিষয়।
জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকীব এখন মোহামেডান দলের ম্যানেজার। লিগ কমিটির সভা শেষে এই প্রতিবেদকের কাছ থেকে সিদ্ধান্ত শুনে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এভাবে, ‘১৯৮৯-৯০ সালের দিকে আমার মোহামেডানে যাত্রা এভাবেই শুরু হয়েছিল। দীর্ঘদিন পর আবার এই জাতীয় নিয়ম করলে এর ভেতরের বিষয়গুলো ক্লাবগুলোকে বিস্তারিত জানতে হবে। অ-১৮ একাদশে রাখার ফলে খেলোয়াড় বদলের সংখ্যা বাড়বে কিনা ও আনুষাঙ্গিক বিষয়াদি বিস্তারিত জানলে পূর্ণাঙ্গ মতামত প্রদান করতে পারব।’
একাদশে অ-১৮ একজনের পাশাপাশি আরেকটি বড় পরিবর্তন আসছে পরবর্তী মৌসুমে। বিদেশি ফুটবলারদের নিবন্ধন ৬ ও একাদশে ৪ জনই খেলতে পারবে। এই নিয়ম ঠিক থাকলেও আগামী মৌসুমে ২৩ জনের চূড়ান্ত তালিকায় ৫ জন বিদেশি রাখতে পারবে। একাদশে থাকা ৪ জনের মধ্যে এক জনের বদলে পঞ্চম জনও মাঠে নামতে পারবেন।
দেশি ফুটবলার তুলে আনার জন্য অ-১৮ বাধ্যতামূলক করে আবার প্রকারান্তরে পঞ্চম বিদেশি খেলার সুযোগ অনেকটা মুখোমুখি অবস্থান। পঞ্চম বিদেশি খেলোয়াড় মাঠে নামানোর ক্ষেত্রে লিগ কমিটির চেয়ারম্যানের যৌক্তিকতা, ‘আমাদের মূল নিয়ম ৬ জন রেজিস্ট্রেশন ও চার জন খেলবে এটা ঠিকই রয়েছে। ক্লাবগুলোর স্বার্থে আমরা এই পরিবর্তন এনেছি। অনেক সময় হয়েছে ম্যাচ শুরুর আগে স্ট্রেচিং/ওয়ার্ম আপে একজন হাল্কা ব্যথা পেয়ে নামে। ম্যাচে পরবর্তীতে উঠিয়ে নিতে হয়। তখন একটি দল আর বিদেশি কোটা পূরণ করতে পারে না। এই নিয়মের ফলে এখন সেটা পারবে।’
ছয় জন বিদেশি নিবন্ধন করলে একজন এশিয়ান কোটা বাধ্যতামূলক। কোনো ক্লাব যদি ৫ জনই বিদেশি নিবন্ধন করে সেক্ষেত্রে ঐ ক্লাবের এশিয়ান খেলোয়াড় নাও নিতে পারে। এমন শিথীলতার সিদ্ধান্তও এসেছে।
এজেড/জেএ