হোঁচট খেল ছোটনের দল
উঠতি ফুটবলারদের দল আর্মি স্পোর্টস ক্লাব। সেই দলটি আতাউর রহমানকে উদ্বোধনী ম্যাচে হারিয়ে দারুণ শুরু করেছিল। এরপর ধারাবাহিকভাবে জিতেছিল পরের ম্যাচগুলোও। আজ (শুক্রবার) সদ্য পুষ্করণীর বিপক্ষে ২-১ গোলে বড় হোঁচটই খেয়েছে গোলাম রব্বানী ছোটনের দলটি। আজ জিততে পারলে পরবর্তী ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমিকে রুখে দিতে পারলে শিরোপার পথে থাকত আর্মি।
কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে অবশ্য নিয়ন্ত্রণ ছিল ছোটনের দলেরই। প্রথমার্ধে তারা গোল আদায়ে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে খেলার বিপরীতে কাকলী সরেন সদ্য পুষ্করণীর হয়ে গোল করেন। পিছিয়ে পড়ার পর আর্মি সমতা আনার চেষ্টা করেছে। উল্টো ৮২ মিনিটে বক্সের মধ্যে ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেয় ছোটনের শিষ্যরা। সেই পেনাল্টি থেকে শিলা আক্তার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরি সময়ে মাহফুজা খাতুনের গোল শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছে আর্মির।
বিজ্ঞাপন
জাতীয় নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের এটাই লিগে প্রথম হার। এমন হারে স্বাভাবিক ভাবেই খানিকটা হতাশ তিনি, ‘আমরা জয়ের ধারায় ছিলাম, সেটা ব্যহত হলো। মেয়েরা আজ ভালো খেলেছে, কিন্তু সামান্য ভুলে গোল হজম করতে হয়েছে। আমার দলের মেয়েরা তেমন অভিজ্ঞ নয়, তাই এটা হওয়াটা স্বাভাবিক।’
সদ্যপুষ্করণী তেমন ভালো মানের দল নয়। সাবিনারা এই দলকে ৭ গোল দিয়েছিল। ফলে ছোটনের শিষ্যরা জিতবে এমনটাই প্রত্যাশিত ছিল। আজ হারায় লিগ জিততে হলে পরবর্তী ম্যাচে নাসরিনকে হারাতেই হবে– এমন একটা সমীকরণ। সামনের ম্যাচ নিয়ে ছোটন বলেন, ‘নাসরিনে জাতীয় দলের অসংখ্য খেলোয়াড়। তারা দীর্ঘদিন জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। এরপরও আমাদের মেয়েরা জয়ের জন্যই নামবে।’
বিজ্ঞাপন
এজেড/এএইচএস