চাইনিজ তাইপে বয়স ভিত্তিক দলের বিপক্ষে বাংলাদেশ নারী দলের জয়ের রেকর্ড রয়েছে। সিনিয়র পর্যায়ে দুই দল এখনো মুখোমুখি হয়নি। আগামীকাল কিংস অ্যারেনায় তাইপেকে প্রথম বারের মতো মোকাবেলা করবে বাংলাদেশ। বিকেল পৌনে ছয়টায় শুরু হবে ম্যাচ।

বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে চাইনিজ তাইপের খেলা নিশ্চিত হওয়ার পর থেকেই আলোচনায় র‍্যাংকিং। বাংলাদেশের র‍্যাংকিং যেখানে ১৪০, চাইনিজদের মাত্র ৪০। ‌প্রতিপক্ষ ১০০ ধাপ এগিয়ে এরপরও শঙ্কিত নন সাবিনাদের নতুন কোচ পিটার বাটলার,‌ 'র‍্যাংকিং নিয়ে এত ভাবনার কিছু নেই। ফুটবলে মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে। অনেক সময় র‍্যাংকিং প্রকৃত শক্তিমত্তা বা চিত্র প্রকাশ করে না।' চাইনিজ তাইপের কোচ চ্যাংও অনেকটা একমত পোষণ করে বলেন,‌ 'আমরা র‍্যাংকিংয়ে এগিয়ে আছি সঠিক কিন্তু এরপরও প্রতিপক্ষকে সম্মান করতে হয় তারা স্বাগতিক।' 

চাইনিজ তাইপে গত পরশু রাতে ঢাকায় এসেছে। গতকাল ও আজ দুই দিন অনুশীলন করেছে ঢাকায়। সাবিনা-রুপ্নাদের চেয়ে তাইপের ভাবনায় আবহাওয়া বেশি, 'এখানকার আবহাওয়া আমাদের চেয়ে ভিন্ন। বিশেষ করে বেশি আর্দ্রতায় খেলতে আমরা তেমন অভ্যস্ত নই' বলেন তাইপে কোচ। বাংলাদেশ ফুটবল দল প্রায় সময় টার্ফে খেলে। এবার কিংস অ্যারেনায় ঘাসের মাঠে খেলতে হচ্ছে। ম্যাচের পারফরম্যান্স ও ফলাফলে অবশ্য এটা অজুহাত হিসেবে দেখানো যৌক্তিক হবে না বলে মন্তব্য করেছেন পিটার,‌ 'আমরা কয়েক দিন যাবৎ কিংস অ্যারেনায় অনুশীলন করছি। ফুটবল সব জায়গায় সমান। ওটা কোনো অজুহাত হবে না।'

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান পরাশক্তির সঙ্গে খেলার পরিকল্পনা করেছিল। এশিয়ান গেমসে জাপান-ভিয়েতনামের সঙ্গে খেলেছে। এরপর এবার নিজেরাই তাইপের বিপক্ষে ম্যাচ আয়োজন করছে। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন এশিয়ান গেমসের অভিজ্ঞতা এই সিরিজে কাজে লাগাতে চান, 'আমরা এশিয়াডে জাপান-ভিয়েতনামের বিপক্ষে খেলেছি। সেই অভিজ্ঞতা অবশ্যই এখানে কাজে লাগবে।' বড় দলগুলোর বিপক্ষে খেলা আসন্ন সাফে উপকারী হবে বলে মনে করেন অধিনায়ক, 'অক্টোবরেই সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে এমন বড় দলের সঙ্গে আরও ম্যাচ খেলতে চাই। ফলাফল যা–ই হোক। এতে আমাদের অভিজ্ঞতা বাড়বে।’ 

এজেড/এইচজেএস