আজ শনিবার থেকে শুরু হয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর জুনিয়র দল নিয়ে লিগ। সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগে দশ দল অংশগ্রহণ করেছিল। দশ দলের মধ্যে চট্টগ্রাম আবাহনী ছাড়া নয় দল নিয়েই আজ লিগ শুরু হয়েছে। 

বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন ভেন্যুতে আজ বিকেলে জুনিয়র লিগের উদ্বোধন করেছেন বাফুফে সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে চট্টগ্রাম আবাহনীর অংশগ্রহণ না নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এই প্রসঙ্গে তার অবস্থান বেশ পরিষ্কার, ‘এটি এখন ডিসিপ্লিনারি কমিটির বিষয়। তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবে। ’

কয়েক দিন পরই শুরু হবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশীপ লিগের জুনিয়র লিগ। সেখানে ফরাশগঞ্জ, নোফেল স্পোর্টিং ও খোদ বাফুফে একাডেমীও অংশ নিচ্ছে না। এক্ষেত্রেও একই উত্তর দিলেন লিগ কমিটির চেয়ারম্যান, ‘এটাও বাইলজের বিধান অনুযায়ী ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত গ্রহণ করবে। এতে লিগ কমিটির পূর্ণ সমর্থন থাকবে।’ গত মৌসুমে প্রিমিয়ার লিগে একেবারে শেষ মুহূর্তে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব নাম প্রত্যাহার করেছিল। সেই না খেলার শাস্তি এখনো দিতে পারেনি ফেডারেশন। সেখানে জুনিয়র লিগ না খেলায় কতটুকু শাস্তি হবে বড় প্রশ্নই থেকে। ‌বিশেষ করে বাফুফে একাডেমী না খেলার বিষয়ে ডিসিপ্লিনারি কমিটি কেমন সিদ্ধান্ত নেয় সেটাই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। 

বাফুফের এলিট একাডেমি চ্যাম্পিয়নশীপ লিগে অংশগ্রহণ করে। বাফুফের বয়স ভিত্তিক দলটি অ-১৬ লিগে অংশগ্রহণ করবে না। একাডেমী দলটি তত্ত্বাবধায়ন করে ডেভলপমেন্ট কমিটি। সেই কমিটির সভায় ছাড়াই না খেলার মতো সিদ্ধান্ত। তাই বিষয়টি নিয়ে বিব্রত ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও ডেভলপমেন্ট কমিটির সদস্য মহিদুর রহমান মিরাজ, ‘না খেলার কোনো সিদ্ধান্ত হলে সেটা কমিটির সভায় আলোচনা করে সবার মতামতের ভিত্তিতেই হওয়া উচিত ছিল। ব্যক্তিগতভাবে আমি মনে করি, বাফুফে একাডেমী খেলোয়াড়দের বয়স ভিত্তিক এই টুর্নামেন্টে খেলা উচিত।’
  
ডেভলপমেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত হয়নি না খেলার। তাহলে একাডমির না খেলার সিদ্ধান্ত আসলো কিভাবে ? বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের কাছেও এর কোনো সদুত্তর নেই। তবে না খেলার প্রসঙ্গে তিনি আরেকটি কারণ উল্লেখ করেছেন, ‘জুলাইয়ে আমাদের এলিট একাডেমীর ভারতে একটি টুর্নামেন্ট খেলার কথা ছিল। আমাদের পরিকল্পনা ছিল সেখানেই দল পাঠানোর।’

জুলাইয়ে ভারতে যাওয়া হচ্ছে না শেষ পর্যন্ত একাডেমি দলের। বাফুফে চাইলেই কিছু দিন আগে একাডেমির জন্য নতুন বাছাইকৃত অ-১৫ বয়সী ফুটবলার দিয়ে লিগে অংশগ্রহণ করতে পারতো। লিগের পারফরম্যান্স অনুযায়ী পরবর্তীতে সেখান থেকে চূড়ান্তভাবে বাছাই হতে পারতো। বাফুফে চাইলে এখনো এই লিগে দল নামাতে পারে। সেক্ষেত্রে আবার খবরের শিরোনাম হতে পারে, ‘বাফুফে দলের জন্য বাফুফেই নিয়ম ভাঙল'। এমন সমালোচনার শঙ্কায় সে পথে না হাটার সম্ভাবনাই বেশি।’  

আজ শুরু হওয়া অ-১৮ লিগের প্রথম দিনে বাংলাদেশ পুলিশ ২-১ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে, বসুন্ধরা কিংস একই ব্যবধানে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে , আবাহনী ২-০ গোলে ফর্টিজ এফসিকে হারিয়েছে। 

এজেড/জেএ