সোনালী অতীতের সভাপতি মোসাব্বের-সেক্রেটারি ইকবাল গাফফার
সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব। গতকাল রাতে এক সভার মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। সেই কমিটির সভাপতি মোসাব্বের হোসেন ও সাধারণ সম্পাদক ইকবাল গাফফার।
এই বছরেই কয়েক মাস আগে সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার ও ইলিয়াস হোসেনকে সভাপতি-সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠিত হয়েছিল। সোনালী অতীত ক্লাবে কখনো ভোটাভুটিতে কমিটি গঠন হয় না। আগ্রহ ও সিনিয়রিটির ভিত্তিতে নির্বাচন কমিশন কমিটি ঘোষণা করে। গাফফার ও ইলিয়াসের কমিটি নিয়ে একাংশের চাপা ক্ষোভ ছিল।
বিজ্ঞাপন
৫ আগস্ট পরবর্তী সময়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর অনাস্থা আনার মতো অবস্থায় ছিলেন অনেকে। প্রতিকূল পরিস্থিতিতে গাফফার ও ইলিয়াস পদত্যাগ করেন সম্প্রতি। শেখ আসলাম ও ইকবাল গাফফার ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। কাল এক সাধারণ সভার মাধ্যমে ইকবাল গাফফারকে সম্পাদক ও মোসাব্বেরকে সভাপতি মনোনীত করা হয়।
বিজ্ঞাপন
মোসাব্বের সত্তর আশির দশকে বেশ তারকা ফুটবলার ছিলেন। মোহামেডানের মোসাব্বের হিসেবে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। ফুটবলার হিসেবে অবসরের পর থেকে সোনালী অতীত ক্লাবের সঙ্গেই জড়িত মোসাব্বের। শেষ পর্যন্ত সভাপতি মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ' ১৯৯৭ সাল থেকে অদ্যাবধি ক্লাবের সঙ্গে জড়িত। আপনারা এখন সভাপতির দায়িত্ব দিয়েছেন। চেষ্টা করব ক্লাবের সম্মান বজায় রেখে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য। '
১৯৮০ সালে প্রতিষ্ঠিত সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক - সভাপতি পদে ছিলেন নানা সময়ে গোলাম সারওয়ার টিপু, বাদল রায়, শেখ আসলাম, সত্যজিৎ দাশ রুপু, খুরশিদ আলম বাবুল, হাসানুজ্জামান খান বাবলুর মতো কিংবদন্তি ও সুপারস্টাররা। গতকাল মনোনীত হওয়া সাধারণ সম্পাদক ইকবাল গাফফার ক্লাবের প্রায় প্রতিটি কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থাকলেও ফুটবলার হিসেবে খ্যাতি নেই। কাল ঘোষিত ৩১ সদস্যের কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন শেখ আসলাম ,সহ-সভাপতি পদে কাজী আনোয়ার,ছাইদ হাসান কানন, ক্রীড়া সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ নকীব, সদস্য পদে আলফাজ আহমেদ সহ আরো অনেকে।
এজেড/জেএ