মেসি-রোনালদোর মতো হতে চেয়েছিলেন, ইসরায়েলের হামলায় এলোমেলো সব
লেবাননের জাতীয় নারী ফুটবল দলে খেলার স্বপ্ন প্রায় পূরণের পথেই ছিলেন সেলিনে হায়দার। কিন্তু তার জীবনই এখন এফোঁড়-ওফোঁড় হয়ে গেছে। মাথায় চিড় ধরা পড়েছে ইসরায়েলের হামলায় প্রাণ সংশয়ে থাকা ১৯ বছর বয়সী সেলিনের। ফলে বর্তমানে তিনি কোমায় চলে গেছেন।
গত সেপ্টেম্বরে মুখোমুখি সংঘাতে জড়ায় ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সেই সময়েই বৃষ্টির মতো বোমা ছোঁড়ে জায়নবাদী দেশটি। ফলে প্রায় মিলিয়ন মানুষ বাস্তুচ্যূত হয়ে ফেরারি হয়েছেন অন্য এলাকায়। সেখানে রয়েছে ফুটবলার সেলিনে হায়দারের পরিবারও। দক্ষিণ বৈরুত ছেড়ে তারা পালিয়ে বেড়াচ্ছেন। অথচ পড়াশোনা ও ফুটবল ট্রেনিংয়ের জন্য শহরটিতে পাড়ি জমান সেলিনে।
বিজ্ঞাপন
সংবাদ সংস্থা এএফপিকে সেলিনের বাবা আব্বাস হায়দার বলেছেন, ‘সেলিনের পড়াশোনা এবং ট্রেনিংয়ের জন্য দক্ষিণ বৈরুতে যেতেই হতো। সেখানে বোমা হামলার শঙ্কায় উচ্ছেদ ঘোষণার কারণে তাকে জায়গাটি ছাড়তে হতো, এরই মাঝে রাতে ঘুমাতে আসে সেলিনে। পরে আমার স্ত্রী ফোন করে আমাকে জানায় মেয়ে হাসপাতালে ভর্তি।’
এর আগেই শনিবার ইসরায়েলি মিলিটারি অনলাইনে সেই এলাকা ছাড়ার ঘোষণা দিয়েছিল। তখনই মেয়েকে সতর্ক করে দিয়ে বাড়ি ছাড়তে বলেছিলেন সেলিনের বাবা। পরবর্তীতে শিয়াহ এলাকার কাছে ইসরায়েলের হামলায় ভয়াবহ আঘাত পেয়েছেন এই নারী ফুটবলার। জায়নবাদী দেশটির হামলায় আগেও অ্যাথলেট নিহতের নজির রয়েছে, যার সর্বশেষ শিকার সেলিনে। ওই হামলার পর লেবানিজ ফুটবল এসোসিয়েশন ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।
বিজ্ঞাপন
— Tiberius (@ecomarxi) November 17, 2024
সেলিনেকে ধ্বংসস্তুূপ থেকে উদ্ধার করার আগের একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায়, রক্তে তার মুখ ঢেকে গেছে, পাশে বসে তাকে ধরে কাঁদছিল আরেক তরুণ। সেই হামলায় গুরুতর আহত সেলিনেকে নিয়ে মা সানা শারহাওয়ার এএফপিকে বলেন, ‘খুবই নিকটবর্তী এলাকায় সেই স্ট্রাইক হয়েছিল এবং এতে তার মাথায় আঘাত লাগে। আমার মেয়ের ব্রেইন ক্ষতিগ্রস্ত হয়েছে, ফাটল ধরেছে মাথার খুলিতে। এর আগে সে আমাকে পছন্দের খাবার তৈরির কথা বলে বার্তা পাঠিয়েছিল। এক ঘণ্টা পরই আরেক বন্ধু জানায় সেই আহত।’
আরও পড়ুন
মেসি-রোনালদোর মতো হতে চাওয়া এই তরুণীর স্বপ্নের মৃত্যু ঘটেছে বলে আহাজারি মায়ের কণ্ঠে, ‘আমার মেয়ে রাজকন্যা, সে বেঁচে ফিরবে। সে বিদেশে খেলার স্বপ্ন দেখেছিল। সবসময়ই চাইতো (ক্রিশ্চিয়ানো) রোনালদো ও (লিওনেল) মেসির মতো হতে। এমন তারকা হতে চেয়েছিল, যাকে নিয়ে সবাই কথা বলবে। এখনও তাকে নিয়ে সবাই কথা বলছে, কারণ সে যুদ্ধে আহত, যেখানে তার কিছুই করার ছিল না। তারা তার স্বপ্নকে হত্যা করেছে।’
কোমায় চলে যাওয়া সেলিনেকে নিয়ে বৈরুত ফুটবল একাডেমির ম্যানেজার জিয়াদ সাদি বলছেন, ‘সেন্ট-জর্জেস হাসপাতালের চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। কিন্তু তার আঘাত গুরুতর, আমরা আশা করি সেই দ্রুতই সুস্থ হয়ে উঠবে। আমরা এমন কিছুর জন্য মূল্য চুকাচ্ছি, যেখানে আমাদের কোনো অপরাধ বা দোষ ছিল না।’
আহত শিষ্যের প্রশংসা করে কোচ সামির বারবারিও কথা বলেছেন। দলের অন্য খেলোয়াড়দের নিয়ে হাসপাতালে সেলিনেকে দেখতে গিয়ে তিনি জানান, ‘মাঠে সেই একজন যোদ্ধা। রক্ষণ ও আক্রমণভাগের মধ্যে যোগসূত্র তৈরি করত সে। সে ছিল খুবই ব্যতিক্রমী এক মেয়ে এবং দুর্দান্ত এক খেলোয়াড়।’
এএইচএস