বাংলাদেশ ফুটবল
কমিটি গঠনের পর কোচ নিয়ে সিদ্ধান্ত : বাফুফে সভাপতি
বাংলাদেশ ফুটবলে পুরুষ–নারী উভয় জাতীয় দলে বিদেশি কোচের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি ডিসেম্বরে। তাদের চুক্তির মেয়াদ বাড়বে নাকি বাফুফে অন্য কোচের হাতে বাংলাদেশের দায়িত্ব তুলে দেবে এ নিয়ে আলোচনা চলছে ফুটবলাঙ্গনে। আজ (সোমবার) বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কোচের বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত জানাননি।
বিজয় দিবস উপলক্ষে সাবেক জাতীয় ফুটবলাররা প্রীতি ম্যাচ খেলেছেন। সেই ম্যাচ দেখতে বাফুফে সভাপতি আসলে তাকে জাতীয় দলের বিদেশি কোচ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। তখন তিনি বলেন, ‘জাতীয় দল কমিটি এখনও গঠন প্রক্রিয়ায় রয়েছে। আগে জাতীয় দল কমিটি গঠন হবে। জাতীয় দল কমিটির প্রথম সভায় কোচ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।’
বিজ্ঞাপন
ফুটবলে হেড কোচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাফুফের সিদ্ধান্তে বিলম্ব হওয়ায় সামাজিক মাধ্যম ও নানা জায়গায় বিভিন্ন তথ্য রটছে। এ প্রসঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘এখন পর্যন্ত কোনো আপডেট নেই। কোনো আপডেট থাকলে আমরা অবশ্যই আপনাদের (মিডিয়া) মাধ্যমে বিষয়টি সকলকে অবহিত করব।’
গত ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ নভেম্বর প্রথম নির্বাহী সভায় বেশ কয়েকটি স্ট্যান্ডিং ও সাব কমিটির চেয়ারম্যান মনোনীত হয়। গত সপ্তাহে দ্বিতীয় সভায় পূর্ণাঙ্গ করা হয় বেশ কয়েকটি কমিটি। ইতোমধ্যে অভ্যন্তরীণ অডিট ও মহানগরী লিগ কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছে। বাফুফে সচিবালয় এখনও কোনো কমিটি প্রকাশ করেনি।
বিজ্ঞাপন
জাতীয় দল কমিটির চেয়ারম্যান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। জাতীয় দলসহ আরও কয়েকটি কমিটি পূর্ণাঙ্গ করার এখতিয়ার সভাপতির ওপর দেওয়া হয়েছে। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ। সেই ম্যাচের আগে জাতীয় দল কমিটি পরিকল্পনা গ্রহণ করবে, ‘ভারতে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ পড়েছে। ওই ম্যাচের জন্য কীভাবে প্রস্তুতি গ্রহণ করা হবে এসব কিছু জাতীয় দল কমিটির সভায় নির্ধারিত হবে।’
এজেড/এএইচএস