দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ক্লাব ঢাকা মোহামেডান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে জয়রথ অব্যাহত রেখেছে। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডান ১-০ গোলে পরাজিত করল ব্রাদার্স ইউনিয়নকে। এটা লিগে মোহামেডানের টানা অষ্টম জয়। 

মোহামেডান লিগের শুরু থেকেই টেবিলের শীর্ষ স্থানে। আজ (শুক্রবার) ব্রাদার্স ইউনিয়নকে হারানোয় আট ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২৪। প্রথম পর্বে মোহামেডানের শেষ ম্যাচ ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে। দুর্বল প্রতিপক্ষের সঙ্গে জয়ই অনুমেয়। সেই ম্যাচে অঘটন ঘটলেও মোহামেডান প্রথম পর্ব শেষে টেবিলে এককভাবে শীর্ষেই থাকবে। কারণ মোহামেডান পরের ম্যাচ হারলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনী পরের দুই ম্যাচ জিতলেও মোহামেডান এগিয়ে থাকবে ২ পয়েন্টে। 

এদিন মুন্সিগঞ্জে ম্যাচের ১৩ মিনিটে মোহামেডানের একমাত্র জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ান আরো সানডে। বক্সের মধ্যে ডিফেন্স চেরা পাস পেয়ে সানডে আগুয়ান গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করেন। পুরো ম্যাচে এই একটি গোলই হয়েছে। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে ব্রাদার্স মোহামেডানের জালে বল পাঠালেও ফাউলে বাতিল হয়। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে মোহামেডান। 

দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি পেশাদার লিগে এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি। লিগে তাদের সর্বশেষ শিরোপা ২০০২ সালে। দুই যুগেরও বেশি সময়ের পর মোহামেডানের লিগ শিরোপা জেতার সুযোগ এসেছে। গত এক দশকের মধ্যে এবারই প্রথম মোহামেডান প্রথম লেগে এককভাবে শীর্ষে এবং সম্পূর্ণ পয়েন্ট পেয়ে অপরাজিত। 

এজেড/এএইচএস