ফেডারেশন কাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা ছিল আজ। নিজ নিজ ম্যাচ জিতেছে দেশের দুই ঐতিহ্যবাহী দল ঢাকা আবাহনী ও মোহামেডান। আবাহনী ও রহমতগঞ্জের কোয়ালিফায়ার পরের রাউন্ড নিশ্চিত হয়েছিল আগেই। আজকের ম্যাচ ছিল গ্রুপ সেরা হওয়ার।

অন্যদিকে ফকিরেরপুল ও মোহামেডানের টুর্নামেন্ট থেকে বিদায় আগেই নিশ্চিত হওয়ায় সেটি ছিল নিয়মরক্ষার। গত সপ্তাহে মোহামেডান লিগে ফকিরেরপুলের কাছে হারলে আজ ফেডারেশন কাপে সেই হারের বদলা নিয়েছে। 

আবাহনী ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচটি কিংস অ্যারেনায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হয়েছে। ম্যাচের ১২ মিনিটে এনামুল গাজী আবাহনীকে লিড এনে দেন। বক্সের মধ্যে রহমতগঞ্জের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে পারেননি। শাহরিয়ার ইমনের বাড়ানো বল ফাঁকায় দাড়িয়ে থাকা গাজী জোরালো শটে বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধে অধিনায়ক হৃদয় আরেকটি গোল করলে আবাহনীর জয় অনেকটাই নিশ্চিত হয়। ইব্রাহিমের করা ক্রসে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন হৃদয়। রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং আবাহনী বক্সে কয়েকবার ভীতি সৃষ্টি করলেও গোলরক্ষক মিতুল মারমার দৃঢ়তায় বল জালে প্রবেশ করাতে পারেননি। আবাহনী ফেডারেশন কাপে একটি গোলও হজম করেনি। 

একই গ্রুপে দিনের আরেক ম্যাচে মোহামেডান ৫-২ গোলে ফকিরেরপুল ইয়ংমেন্সকে হারিয়েছে। গত শুক্রবারই লিগে ফকিরেরপুলের কাছে ০-১ গোলে হেরে মোহামেডান পয়েন্ট খুইয়েছিল। এক সপ্তাহ পর ইয়ংমেন্সকে হারিয়ে সেই বদলা নিল মোহামেডান। ম্যাচের প্রথমার্ধে মইনের গোলে ২-০ এগিয়ে যায় সাদা কালোরা। সেই লীড অবশ্য বেশিক্ষণ থাকেনি ৩৫-৩৯ মিনিটে রাফায়েল টুডু ও আকবিরের গোলে সমতা আনে ফকিরেরপুল। 

দ্বিতীয়ার্ধেও ফকিরেরপুল সমান তালেই লড়ছিল। ৬৭ মিনিটে ফকিরেরপুলের গ্যান্ত দ্বিতীয় হলুদ কার্ড পেলে দশ জনের দলে পরিণত হয়। ছয় মিনিট পরই আত্মঘাতী গোলে পিছিয়ে ফকিরেরপুল। ৮২ ও ৮৫ মিনিটে আরিফের জোড়া গোল ৫-২ গোলের বড় জয় পায় আলফাজের শিষ্যরা।

৮ এপ্রিলে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। ১৫ এপ্রিল দ্বিতীয় কোয়ালিফায়ারে দুই গ্রুপের দুই রানার্স আপ ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মোকাবেলা করবে। ২২ এপ্রিল বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ম্যাচের বিজিত দল আর ১৫ এপ্রিল ব্রাদার্স ও রহমতগঞ্জের মধ্যকার জয়ী দল মুখোমুখি হবে। ২ মে টুর্নামেন্টের ফাইনাল। 

কোয়ালিফায়ার লাইন-আপ
৮ এপ্রিল-বসন্ধুরা কিংস-ঢাকা আবাহনী ( কুমিল্লা স্টেডিয়াম)
১৫ এপ্রিল-ব্রাদার্স ইউনিয়ন-রহমতগঞ্জ (ময়মনসিংহ স্টেডিয়াম )

এজেড/এফআই