কামব্যাক বা পিছিয়ে থেকে ম্যাচে ফেরাটাকে রীতিমতো অভ্যাস বানিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। কদিন আগেই চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও ঘটলো এমনই এক কীর্তি। কিন্তু ওসাসুনার বিপক্ষে রিয়ালকেই পেতে হলো প্রতিপক্ষের কামব্যাকের স্বাদ।

লা লিগায় ‘ড্র স্পেশালিস্ট’ তকমাটা আগেই পেয়েছিল ওসাসুনা। চলতি মৌসুমে ২৩ ম্যাচের মধ্যে ১০ ম্যাচেই ড্র করেছিল দলটি। রিয়াল মাদ্রিদকেও সেই স্বাদই দিলো তারা। কিলিয়ান এমবাপের গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে বুডিমিরের পেনাল্টি ঘরের মাঠে তাদের এনে দিয়েছে মূল্যবান এক পয়েন্ট। শেষদিকে রিয়াল মাদ্রিদ আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও নিজেদের ওপর চেপে বসা স্নায়ুচাপের পরীক্ষায় বেশ ভালোভাবেই উৎরে গিয়েছে ওসাসুনা। 

ওসাসুনার কামব্যাকের এই ম্যাচে অবশ্য রেফারির অবদানও খাটো করে দেখবার অবকাশ নেই। ম্যাচের ৩৮ মিনিটে সবচেয়ে বিতর্কিত মুহূর্তের জন্ম দিয়ে স্বাগতিকদের ম্যাচে ফেরার সুযোগ কিছুটা রেফারি হোসে মুনুয়েরাই করে দিয়েছিলেন। রেফারির উদ্দেশে তীর্যক মন্তব্যই করেছিলেন রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জ্যুড বেলিংহাম। তার বদলে সরাসরিই দেখিয়েছেন লাল কার্ড। ম্যাচের পরের প্রায় ১ ঘণ্টা রিয়াল খেলেছে ১ জন কম নিয়ে। 

অবশ্য ওসাসুনার ঘরের মাঠে শুরুটা ভালো করেছিল রিয়ালই। উড়ন্ত ফর্মে থাকা এমবাপে ১৫তম মিনিটেই পেয়েছেন গোলের দেখা। ফেডে ভালভার্দের পাসে ওসাসুনা ডিফেন্সের ভুলে ক্লোজ রেঞ্জ শটে গোল করেন এমবাপে।

এর আগেই যদিও দুই গোল পেতে পারতো রিয়াল। ম্যাচের ৩ মিনিটেই হেড থেকে অবিশ্বাস্য এক সুযোগ মিস করেন ভিনিসিয়াস। ৯ম মিনিটে এমবাপেরই শট পায়ে ঠেকান ওসাসুনার গোলরক্ষক হেরেরা। ৩০ মিনিটে নিজেদের প্রথম আক্রমণ থেকে স্বাগতিকরা গোল পায়নি রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়ার কারণে। 

প্রথমার্ধের ৩৮ মিনিটেই ঘটে বিতর্কিত লাল কার্ডের ঘটনা। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ এবং মন্তব্যের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জ্যুড বেলিংহাম। প্রথমার্ধের বাকি সময় পার হয় কোনো বড় আক্রমণ ছাড়াই। 

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে বুডিমিরকে করা ফাউলে ওসাসুনাকে পেনাল্টি উপহার দেন কামাভিঙ্গা। স্পটকিকে স্বাগতিকদের সমতায় ফেরান বুডিমির নিজেই। 

গোল হজমের পর রিয়াল অবশ্য কার্যকরী কোনো আক্রমণ আর করতেই পারেনি। যোগ করা সময়ে ফের এমবাপেকে গোলবঞ্চিত করেন হেরেরা। আর তাতেই ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। 

এই ড্রয়ের পর ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। তবে সেল্টা ভিগোর বিপক্ষে জয় পেলেই তাদের টপকে যাবে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯৷ সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৪৮৷ আর ২৪ ম্যাচে ১১ ড্র করা ওসাসুনা ৩২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৭ম স্থানে। 

জেএ/