চ্যাম্পিয়ন্স লিগ জেতা ডিফেন্ডারকে ফ্রিতেই পেল রিয়াল
ডেভিড আলাবা/ফাইল ছবি
বিষয়টার জানা গিয়েছিল সেই জানুয়ারিতেই। অবশেষে এল আনুষ্ঠানিক ঘোষণা, ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ডেভিড আলাবা।
গতকাল শুক্রবার ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে টানার কথা ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ। তবে এখনই দলে যোগ দিচ্ছেন না তিনি। আগামী ৩০ জুন শেষ হয়ে যাবে বায়ার্নের সঙ্গে তার চুক্তি। এরপরই রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি। ইউরো ২০২১ এরপর হবে ক্লাবের সঙ্গে তার পরিচয় পর্ব।
বিজ্ঞাপন
গত জানুয়ারিতেই স্কাই স্পোর্টস, স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কাসহ শীর্ষস্থানীয় ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, দুই পক্ষের মধ্যে মৌখিক সমঝোতা হয়ে গেছে। এখন কেবল বাকি আনুষ্ঠানিকতা। শুক্রবার সে আনুষ্ঠানিকতাও সারল দলটি।
Posted by Real Madrid C.F. on Friday, May 28, 2021
তবে বড় কাজটা এখনও বাকি রিয়ালের। দলে যে এখন কোচই নেই! কোচ জিনেদিন জিদানের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে, আনুষ্ঠানিক ঘোষণা এসেছে গত বৃহস্পতিবার। এরপর প্রথম খেলোয়াড় হিসেবে দলে যোগ দিলেন আলাবা।
বিজ্ঞাপন
Posted by Real Madrid C.F. on Friday, May 28, 2021
স্প্যানিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন, রিয়াল মাদ্রিদে তার বেতন হবে প্রতি বছর ১২ মিলিয়ন ইউরো। প্রায় কাছাকাছি বেতনের প্রস্তাব দিয়েও তার সঙ্গে চুক্তি নবায়নে ব্যর্থ হয় রিয়াল। গেল নভেম্বরে ব্যাভারিয়ানদের সর্বশেষ চুক্তিটি ফিরিয়ে দেন আলাবা। ফেব্রুয়ারিতে দেন দল ছাড়ার ঘোষণা। দলটির যুব দল থেকে উঠে আসার পর তিনি বায়ার্নের হয়ে জিতেছেন দুটো চ্যাম্পিয়ন্স লিগ, ১০টি বুন্ডেসলিগা আর ছয়টি জার্মান কাপসহ অনেক শিরোপা।
এনইউ