জামালের বাজি চেলসি, জেমির ম্যানসিটি
কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়া/ফাইল ছবি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আজ রাতে। অল ইংলিশ ফাইনালে কার হাতে উঠবে চ্যাম্পিয়নের শিরোপা? এ প্রশ্ন সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের। আজকের এ ফাইনালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচের বাজি ম্যানসিটি আর অধিনায়কের চেলসি।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিদেশি কোচিং স্টাফের চার জনের তিন জনই ব্রিটিশ। হেড কোচ জেমি ডে আর্সেনাল যুব দলের খেলোয়াড় ছিলেন। ইংলিশ ফুটবলে তিনি আর্সেনালের সমর্থক। জেমি লন্ডনবাসী হলেও আজকের ফাইনালের ট্রফি ম্যানচেস্টার শহরে যাওয়ার সম্ভাবনা বেশি দেখছেন, ‘সিটির জয়ের সম্ভাবনা বেশি মনে হচ্ছে।’ সিটির পাল্লা ভারী হওয়ার পেছনে তার ব্যাখ্যা, ‘গার্দিওলার মতো কোচ রয়েছেন সিটিতে এবং দল হিসেবেও খানিকটা এগিয়ে সিটি।’
বিজ্ঞাপন
অধিনায়ক জামাল ভূঁইয়া অবশ্য সিটিকে ফেভারিট বললেও চেলসি বাজিমাত করবে বলে মনে করছেন, ‘সিটি অবশ্যই ভালো দল। তবে মনে হচ্ছে চেলসি জিতে যাবে।’ জামাল ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতার আশা করছেন, ‘নির্ধারিত সময়ে ম্যাচ নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কম। অতিরিক্ত সময়ে যেতে পারে খেলা।’ কোচ জেমিও মনে করেন প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ ফাইনাল হবে, তবে তার ভবিষ্যৎবাণী ২-১ গোলে জিতবে সিটি।
বাংলাদেশের অন্যতম ফুটবল বিশ্লেষক সাইফুল বারী টিটুর ফাইনাল নিয়ে ধারণা, ‘টুখেল চেলসিকে ৩-৪-২-১ ফরমেশনে হাইপ্রেসিংয়ে খেলায়। সিটির বিরুদ্ধে হাইপ্রেসিংয়ে খেলা কঠিন হবে। আবার গার্দিওলা এই ম্যাচে প্রেসিং কৌশল নিলে টুখেলের পাল্টা কৌশল কি হয় দেখার থাকবে।’ ইউরোপা লিগ ফাইনালের তুলনায় চ্যাম্পিয়নস লিগের ফাইনাল উপভোগ্য হবে বলে ধারণা টিটুর।
বিজ্ঞাপন
এজেড/এনইউ/এটি