কার্লো আনচেলত্তি

গুঞ্জন ছিল আগে থেকেই। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। বছরে প্রায় ৬ মিলিয়ন ইউরো বেতনের চুক্তিতে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে ফিরেছেন কার্লো আনচেলত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার ফেরার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল।

জিনেদিন জিদানের দায়িত্ব ছাড়ার পর থেকে শুরু হয় স্প্যানিশ ক্লাবটির পরবর্তী কোচ কে হচ্ছেন। নাম শোনা যায় মাওরোসিও পচেত্তিনো, অ্যান্তেনিও কন্তদের। শেষ পর্যন্ত আনচেলত্তির ওপরই আস্থা রাখছে রিয়াল। ২০২৪ সাল পর্যন্ত ইতালিয়ান এই কোচের সঙ্গে চুক্তি করেছে তারা।

এর আগেও রিয়ালের দায়িত্বে ছিলেন আনচেলত্তি। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ক্লাবটির কোচ ছিলেন তিনি। এই সময়ে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, কোপা দেলরে ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতান আনচেলত্তি। 

২০১৯ সালের ডিসেম্বরে এভারটনের দায়িত্ব নেন তিনি। এখনো তার সঙ্গে দুই বছরের চুক্তি বাকি রয়েছে ক্লাবটির। যদিও চলতি মৌসুম ভালো কাটেনি এভারটনের। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দশম স্থানে থেকে শেষ করেছে তারা। 

এমএইচ/এমএইচএস