ভারতের অরুণাচলে ৯ মে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শুরু হবে। এই টুর্নামেন্ট উপলক্ষে আজ আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে যশোরের শামস উল হুদা ফুটবল একাডেমিতে ৩১ জন ক্যাম্পে যোগ দিয়েছেন। এর মধ্যে তিন প্রবাসী ফুটবলারও রয়েছেন। 

স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে এখনো একটি পূর্ণাঙ্গ একাডেমি করতে পারেনি। বেসরকারি উদ্যোগে যশোরে শামসুল হুদা ফুটবল একাডেমী বেশ আধুনিকতাসম্পন্ন। ভালো মানের কোচের পাশাপাশি, সুন্দর মাঠ, আবাসন, ডাইনিং সহ সকল ব্যবস্থাই পরিপাটি।

এই একাডেমি থেকে অনেকে জাতীয় দল এবং দেশের সর্বোচ্চ পর্যায়ের লিগে খেলছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলাররা আগামী দিন দশেক সেখানে অনুশীলন করবে। অরুণচালে টার্ফে খেলা হওয়ায় বাংলাদেশ দল সাভার বিকেএসপিতে সপ্তাহ খানেক অনুশীলন করবে।

গতকাল রাতে এসে আজ সকালে একাডেমি মাঠে দুই ঘণ্টা অনুশীলন করিয়েছেন কোচ ছোটন। বাংলাদেশ নারী দলকে সাফ জেতানো কোচ ছোটন এবারই প্রথম পুরুষ দলে সাফে কোচিং করাবেন। বাংলাদেশ গত আসরের চ্যাম্পিয়ন। তাই এবারও শিরোপায় লক্ষ্য তার, 'সবার প্রত্যাশা ফাইনালে খেলবে। চ্যাম্পিয়ন হবে। আমিও তেমনটি প্রত্যাশা করি। এই দলটিতে বিপিএল, বিসিএল ও একাডেমির খেলোয়াড়রাও আছে।'

ফরোয়ার্ড নাজমুল হুদা ফয়সাল বলেন, 'এই একাডেমির পরিবেশ, মাঠ, থাকা ও খাওয়া  সবকিছুইসুন্দর। আমরা ভালো প্রস্তুতি নিয়ে সাফে ইতিবাচক ফলই প্রত্যাশা করছি।’

জুনিয়র জাতীয় দল ক্যাম্প শুরু করায় একাডেমি কর্তৃপক্ষ নানা আনুষ্ঠানিকতার আয়োজন করেছিল। এতে যশোরের স্থানীয় প্রশাসনের পাশাপাশি ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। সিনিয়রদের পাশাপাশি জুনিয়র জাতীয় ফুটবল দলের ক্যাম্পও সাধারণত ঢাকায় হয়। বিগত এক দশকের মধ্যে কখনো নীলফামারী, গোপালগঞ্জ ও সিলেটে কয়েকবার হয়েছিল। সেগুলো সবই ছিল সরকারের স্থাপনায়। এবারই প্রথম ব্যক্তি উদ্যোগের কোনো একাডেমিতে।

এজেড/এইচজেএস