ফেডারেশন কাপ ফাইনাল : প্রথমার্ধে ২ গোল ও ৮ কার্ড
ঘরোয়া ফুটবলে এখন ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। সেটা যদি হয় ফেডারেশন কাপের ফাইনাল, তখন আর বলার অপেক্ষা থাকে না। আজ (মঙ্গলবার) ময়মনসিংহের রফিক উদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়ামে ফাইনালের প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করেছে এবং দুই দলই সমান চারটি করে কার্ড দেখেছে।
ম্যাচের শুরুতেই বসুন্ধরা কিংস খেলায় লিড নেয়। একেবারে প্রথম মিনিট থেকেই আক্রমণে ছিল বসুন্ধরা কিংস। তৃতীয় মিনিটে আবাহনী অর্ধে ফ্রি-কিক পায় কিংস। সাদ উদ্দিনের ফ্রি-কিকে গোলরক্ষক মিতুল মারমা পরাস্ত হলেও বল একটু বাইরে দিয়ে যাওয়ায় গোল বঞ্চিত হয় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। মিনিট দুয়েক বাদেই সাদ উদ্দিনের ফ্রি-কিক থেকেই গোল পায় কিংস। প্রায় একই জায়গা থেকে সাদের ফ্রি-কিক বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন কিংসের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান ল্যাসকানো। গোলরক্ষক মিতুল মারমার কিছু করার ছিল না তাকিয়ে দেখা ছাড়া।
বিজ্ঞাপন
এর আগে বসুন্ধরা কিংস মধ্যবর্তী দলবদলে ল্যাসকানোকে দলে ভেড়ায়। কিংসের জার্সিতে তিনটি ম্যাচ খেললেও এখনও সেই অর্থে ঝলক দেখাতে পারেননি রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের জুনিয়র দলে খেলা এই আর্জেন্টাইন। আজ ফাইনালে হেড করে খানিকটা নিজের জাত চিনিয়েছেন তিনি।
ম্যাচে ফিরতে আবাহনীর বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ১০ মিনিটের মধ্যে তারা সমতা আনে। নাইজেরিয়ান এমেকা বাঁ-প্রান্ত দিয়ে দুই জন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মধ্যে আড়াআড়ি পাস দেন। সেটি ক্লিয়ার করতে ব্যর্থ হন কিংসের অধিনায়ক তপু বর্মণ। ফলে ফাঁকা জায়গায় দাড়িয়ে থাকা ইব্রাহীম প্লেসিংয়ে বল জালে পাঠান। গোল করে ইব্রাহীম আকাশের দিকে হাত তুলে ভিন্ন রকম উদযাপন করেন। কারণ তিনি আগে কিংসের হয়েই খেলেছিলেন। ম্যাচে সমতায় আসার পর দুই দলই সমানতালে আক্রমণ করতে থাকে। আবাহনীর ফুটবলাররা নিজেদের বক্সের সামনে একাধিকবার ফাউল করে প্রতিপক্ষ কিংসকে ফ্রি-কিক উপহার দিয়েছে। সাদ উদ্দিনের অন্য শটগুলো অবশ্য আবাহনীর রক্ষণে তেমন ভীতি ছড়াতে পারেনি।
বিজ্ঞাপন
ম্যাচের ৪২ মিনিটে বল দখলের লড়াইয়ে দুই দলের ফুটবলাররা মেজাজ হারান। সেটা দুই দলের ডাগআউটেও ছড়িয়ে পড়ে। অতি দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠজুড়ে। রেফারি সায়মন সানি সেই পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করেছেন। দুই দলের ডাগআউটে একটি করে হলুদ কার্ড ও মাঠে দুই দলের একজন করে খেলোয়াড়কে কার্ড দেখান তিনি। ওই ঘটনার আগেই দুই দলের দুই জন করে ফুটবলার কার্ড দেখেছিলেন।
এজেড/এএইচএস