ঝড় সামলে আবারও ফাইনাল শুরু
ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনাল ঝড়ের কবলে পড়েছিল। ফলে ম্যাচের ৪৭ মিনিটের সময় খেলা থামাতে বাধ্য হন রেফারি সায়মন হাসান সানি। প্রায় ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকার পর আবার মাঠে গড়িয়েছে।
এই প্রতিবেদন প্রকাশের আগপর্যন্ত ১-১ সমতায় রয়েছে ফাইনাল ম্যাচটি। নির্ধারিত সময় শেষেও ড্র থাকলে নিয়ম অনুযায়ী খেলা অতিরিক্ত ৩০ মিনিটে গড়াবে। ময়মনসিংহ স্টেডিয়ামে ফ্লাডলাইট নেই। কালবৈশাখীর জন্য খেলা বিলম্ব হওয়ায় নির্ধারিত সময় শেষ হতেই সূর্যের আলো শেষের দিকে থাকবে। এরপর খেলার পরিণতি কী হয় সেটা নিয়ে প্রশ্ন রয়েছে।
বিজ্ঞাপন
ময়মনিসংহ স্টেডিয়ামে আকস্মিক কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে মাঠে পানি জমেছে। বাফুফের দক্ষ গ্রাউন্ড স্টাফ যেমন নেই, তেমনি নেই আধুনিক যন্ত্রপাতিও। ফলে স্টেডিয়াম ও ফেডারেশনের পাশাপাশি দুই দলের অনেকেই পানি সরাতে মাঠে নেমেছিলেন। বসুন্ধরা কিংসের বক্সের সামনে পানি জমার পরিমাণ একটু বেশি। ফলে আবাহনীর আক্রমণে খানিকটা ভোগান্তিতে পড়তে হতে পারে।
ময়মনসিংহ রফিক উদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়ামে কালবৈশাখী ঝড়ে দুই দলের ডাগআউট টেন্ট উড়ে যায়। পুনরায় খেলা শুরুর সময় দুই দলের খেলোয়াড়রা সাধারণ প্লাস্টিক চেয়ারে বসে আছেন। ডাগআউটের সামনেও রয়েছে পানি।
বিজ্ঞাপন
এজেড/এএইচএস