ফাইল ছবি

সাত দিন পর পুনরায় শুরু হওয়া ফেডারেশন কাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ টাইব্রেকারে গড়াচ্ছে। আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টায় অতিরিক্ত ১৫ মিনিটের খেলা শুরু হয়েছিল। এই সময়ে আবাহনী-কিংস কেউই গোল করতে না পারায় অপরিবর্তিতই থাকে স্কোরলাইন (১-১)। 

আজ ১৫ মিনিটের খেলাতেও রেফারি সায়মন সানি ৪টি কার্ড দেখিয়েছেন। আবাহনী ও কিংস দুই দলই দু’টি করে কার্ড দেখেছে। আবাহনী একজন বেশি নিয়ে খেললেও কিংসের বিপক্ষে তেমন চড়াও হয়ে খেলতে পারেনি। একেবারে শেষ মুহূর্তে বক্সের সামনে রাফায়েল ফ্রি-কিক পেলেও সেটি থেকে গোল করতে পারেনি। 

টাইব্রেকারের আগে বসুন্ধরা কিংস দু’জন খেলোয়াড় বদল করে। আবাহনী অবশ্য আজ কোনো খেলোয়াড় আর বদলায়নি। ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে আবাহনী টাইব্রেকারে কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছিল।

গত মঙ্গলবার ময়মনসিংহে ফেডারেশন কাপ ফাইনাল ঝড় ও আলোক স্বল্পতায় সমাপ্ত হয়নি। ফল নির্ধারণে অতিরিক্ত সময়ের ১৫ মিনিটের খেলা আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে, যেখানে বদলায়নি পূর্বের ১-১ স্কোরলাইন। এখন শিরোপা নির্ধারিত হবে টাইব্রেকারে।

এজেড/এএইচএস