ফেডারেশন কাপ টুর্নামেন্টের ফাইনাল বাংলাদেশ ছাপিয়ে বিশ্ব ফুটবলে আলোচনাযোগ্য হয়েছে। গত ২২ এপ্রিল ময়মনসিংহে ঝড়ের জন্য খেলা বিলম্ব হয়ে আলোক স্বল্পতায় পড়ে স্থগিত হয়ে যায়। সাত দিন পর পুনরায় সেখান থেকে খেলা শুরু হওয়ায় দীর্ঘতম ম্যাচ হিসেবে আখ্যায়িত হচ্ছে। আজ অতিরিক্ত সময়ের অবশিষ্ট ১৫ মিনিটও অমীমাংসিত থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও খানিকটা নাটকীয়তার পর বসুন্ধরা কিংস আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেখা গেল বিশেষ এক ঘটনা। টুর্নামেন্টের অন্যতম আর্কষণীয় পুরস্কার সর্বোচ্চ গোলদাতা। সাত জন ফুটবলার সমান তিনটি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায়। এরকম ঘটনা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। ফাইনালের গোলদাতা মোহাম্মদ ইব্রাহীমও আছেন এই পুরস্কারে। আবাহনীর ইব্রাহিমের সঙ্গে কিংসের তপু বর্মণও পেয়েছেন সর্বোচ্চ গোলদাতার ক্রেস্ট।

অন্য পাঁচ ফুটবলার এই দুই ফাইনালিস্টের বাইরে হওয়ায় তারা আজ পুরস্কার প্রদান অনুষ্ঠানে আসেননি। মোহামেডানের আরিফ, রহমতগঞ্জের জীবন ও স্যামুয়েল বোয়াটেং, ব্রাদার্সের সাজ্জাদ ও মুস্তাফার ক্রেস্ট ফেডারেশন পরবর্তীতে পৌঁছে দেবে অথবা লিগের ম্যাচের পরও প্রদান করতে পারে। 

বসুন্ধরা কিংসের তপু বর্মণ সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন আবাহনীর মিতুল মারমা। মিতুল টুর্নামেন্টের সেরা হলেও ফাইনালে টাইব্রেকার ঠেকিয়ে ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান শ্রাবণ। টুর্নামেন্টের ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার প্রধান অতিথি হিসেবে ফাইনালে পুরস্কার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরি এবং ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশন ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। 

এজেড/এএইচএস