আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না বাংলাদেশ দলের। আজ (শুক্রবার) সকালেই এলো বাজে সংবাদ। সিনিয়র ফুটবলার মিডফিল্ডার সোহেল রানা পরবর্তী দুই ম্যাচ খেলতে পারবেন না। গতকাল ম্যাচের ৪২ মিনিটে বাম হাতে ব্যথা পান তিনি। দ্বিতীয়ার্ধে কিছু সময় পর কোচ তাকে উঠিয়ে নেন। 

ম্যাচ শেষে হাসপাতালে তার এক্স-রে ও এমআরআই করা হয়। রিপোর্টে তার হাতে চিড় ধরা পড়ে। ফলে পরের দুই ম্যাচ খেলতে পারবে না সোহেল রানা। সোহেল দল থেকে ছিটকে গেলেও কাতারেই থাকবেন। রোববার পুনরায় টেস্ট করাবেন এই ফুটবলার। 

সোহেল বাদ পড়ায় দলে সুযোগ পাচ্ছেন ফরোয়ার্ড ইব্রাহিম। গত ম্যাচে তিনি ২৩ জনের দলে ছিলেন না। করোনার জন্য সুফিল ও ইনজুরির জন্য বিশ্বনাথ যেতে পারেননি দলের সঙ্গে। সোহেল ইনজুরিতে পড়লেও তাদের আর ডাকছেন না কোচ। 

জামাল ভূঁইয়ারা আজ কোনো অনুশীলন করেননি। হেড কোচ জেমি ডে দলের গতকালের ম্যাচে একাদশে থাকা ফুটবলারদের নিয়ে সকাল এক ঘণ্টা সুইমিং সেশন সম্পন্ন করেছেন। আর একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়ে কাতার সময় বিকেলে জিম সেশন সম্পন্ন করবে।  

আগামীকাল বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুই ভাগে বিভক্ত হয়ে কাতার সময় সকালে জিম সেশন সম্পন্ন করবে। পরে কাতার ইউনিভার্সিটি মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাতার সময় বিকালে অনুশীলন করবে। 

এজেড/এমএইচ