বাংলাদেশের ‘ইতিহাস’ গড়ার পর...
আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। শুনতে যত সহজ মনে হচ্ছে ব্যাপারটা, আসলেই কি ছিল ততটা? অন্তত যারা টুকটাক খোঁজ রাখেন ফুটবলের। তারা জানেন র্যাঙ্কিং, অতীত ইতিহাস ও পরিসংখ্যান সবকিছুই ছিল আফগানদের পক্ষে।
এই ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে দ্বিতীয় পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। কোচ জেমি ডে যেটাকে বলছেন ‘ইতিহাস’। এর পরের দিন কেমন কাটল লাল-সবুজের প্রতিনিধিদের? তা জানতে নিশ্চয়ই সমর্থকদের মনে আগ্রহ আছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ দল বৃহস্পতিবার ‘ইতিহাস’ গড়ার পরদিন শুক্রবার কাটিয়েছেন সুইমিংয়ে। সেখানকার কিছু চিত্রই তুলে দেওয়া হলো ঢাকা পোস্টের পাঠকদের জন্য-
এমএইচ
বিজ্ঞাপন