আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। শুনতে যত সহজ মনে হচ্ছে ব্যাপারটা, আসলেই কি ছিল ততটা? অন্তত যারা টুকটাক খোঁজ রাখেন ফুটবলের। তারা জানেন র‌্যাঙ্কিং, অতীত ইতিহাস ও পরিসংখ্যান সবকিছুই ছিল আফগানদের পক্ষে। 

এই ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে দ্বিতীয় পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। কোচ জেমি ডে যেটাকে বলছেন ‘ইতিহাস’। এর পরের দিন কেমন কাটল লাল-সবুজের প্রতিনিধিদের? তা জানতে নিশ্চয়ই সমর্থকদের মনে আগ্রহ আছে। 

বাংলাদেশ দল বৃহস্পতিবার ‘ইতিহাস’ গড়ার পরদিন শুক্রবার কাটিয়েছেন সুইমিংয়ে। সেখানকার কিছু চিত্রই তুলে দেওয়া হলো ঢাকা পোস্টের পাঠকদের জন্য-

আফগানিস্তানের বিপক্ষে ‘ফিনিশিার’ বনে যাওয়া তপু বর্মন আছেন, আছেন অধিনায়ক জামাল ভূঁইয়াও। বাকি যারা আছেন, তাদের সবাইও কিন্তু আফগানদের বিপক্ষে দারুণ ড্রয়ের কৃতিত্বের অংশ....
অধিনায়ক জামাল কী বুঝাতে চাচ্ছেন? ড্রয়ের পর আরও ভালো কিছু আসছে, এমন কিছু?
মতিন মিয়া ও মালিক মোল্লা। কালকের পেনাল্টিটা পেলে খুব ভালো হতো, তারা কি ভাবছেন এমন কিছু?
কালকের ড্রটা এসেছিল তপু বর্মনের ৮৪ মিনিটের গোলে। ‘বাংলাদেশের রামোস’ খ্যাতি পেয়ে যাওয়া তিনি আছেন সবার সামনে। 
আরও ভালো কিছুর বার্তা দিচ্ছেন তপু? ভারতের বিপক্ষে জয় কিংবা আরও একটা পয়েন্ট পেলে কেমন হয়?

এমএইচ