২০১৯ সালে সল্টলেকে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে পূর্ণ তিন পয়েন্টের অপেক্ষায় তখন। কিন্তু ওই সময়ই ৮৭ মিনিটে ভারতীয় ডিফেন্ডার আদিল খানের গোলে ভারত ম্যাচে সমতা আনে। দেড় বছর পর আগামী পরশু ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। 

দ্বিতীয় লেগের ম্যাচটিকে কঠিন যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন ভারতের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার আদিল খান, ‘বাংলাদেশও যথেষ্ট উন্নতি করেছে। ম্যাচটিতে বেশ ভালো যুদ্ধ হবে।’

ভারত বিগত ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে দশ জন নিয়ে খেলে মাত্র ১-০ গোলে হেরেছে। সেই ম্যাচের রক্ষণ দৃঢ়তা আদিলদের মানসিকভাবে উদ্দীপ্ত করছে, ‘আসলেই আমরা কাতারের বিরুদ্ধে দুর্দান্ত ডিফেন্স করেছি। আশা করি বাংলাদেশের ম্যাচেও করতে পারব।’ 

আগের লেগে বাংলাদেশ সাদ উদ্দিনের গোলে ভারতের বিরুদ্ধে লিড নিয়েছিল। এবার বাংলাদেশের ফরোয়ার্ডদের গোল না করতে দেওয়ার দৃঢ়তা আদিলের কণ্ঠে, ‘বাংলাদেশের ফরোয়ার্ডদের রুখতে আমরা সক্ষম হব।’ বাংলাদেশের উন্নতিও চোখে পড়েছে আদিলের চোখে, ‘বাংলাদেশ তাদের মাঠে কাতারকে অনেকক্ষণ গোল বঞ্চিত রেখেছিল। আফগান ম্যাচেও ভালো খেলেছে।’ 

ভারতের বিরুদ্ধে সেই ম্যাচের গোলদাতা সাদ উদ্দিন ইনজুরির জন্য এই ম্যাচে নেই। আফগানিস্তানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করা বাংলাদেশ পার্শ্ববর্তী ভারতের বিরুদ্ধে কেমন খেলে সেটাই দেখার বিষয়। যদিও দুই দেশের মধ্যে র‌্যাঙ্কিংয়ে বিস্তর পার্থক্য। বাংলাদেশের র‌্যাঙ্কিং যেখানে ১৮৪ সেখানে ভারতের ১০৫। বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচ অবশ্য র‌্যাঙ্কিং ছাপিয়ে ফুটবল উন্মাদনা ছড়ায়।
 
এজেড/এমএইচ