ভারতের বিপক্ষে ম্যাচে ভুল করতে চায় না বাংলাদেশ
আফগানিস্তানের বিরুদ্ধে ড্রয়ের পর বাংলাদেশের সামনে এখন ভারত চ্যালেঞ্জ। তাদের বিপক্ষে সোমবার মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। ভারত আফগানিস্তানের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। তাই বাংলাদেশের ফুটবলাররাও বেশি সতর্ক।
আজ (শনিবার) সকালে জিম ও সুইমিং শেষে জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়া নিজেদের ভুল না করার ব্যাপারে বলেন, ‘ভারতের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে ভুল করা যাবে না।’
আফগান ম্যাচে বাংলাদেশের রক্ষণে কিছু সমস্যা ছিল। বিশেষ করে আফগানদের গোলটি হয়েছে বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলেই। ভারত ম্যাচের আগে নিজেদের কমপ্যাক্ট রাখার পরিকল্পনা দলের নির্ভরযোগ্য এই ডিফেন্ডারের, ‘আমাদের নিজেদের মধ্যে কমপ্যাক্ট থাকতে হবে। রক্ষণটা ঠিক রাখতে পারলে অবশ্যই ম্যাচে ভালো কিছু সম্ভব।’
বিজ্ঞাপন
২০১৯ সালে সল্টলেকে ভারতের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে রহমতের। সেই অভিজ্ঞতা থেকে রহমত বলেন,‘ ভারতের ওই দলের অধিকাংশই এই দলেও রয়েছেন। আমরা তাদের শক্তিমত্তা ও দুর্বলতা সম্পর্কে জানি। এখনো দুই দিন অনুশীলন রয়েছে। কোচ এই দুই দিন পরিকল্পনা ঠিক করবেন।’
নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে জাতীয় দলে অভিষেক হয়েছে কিংসের তরুণ ফুটবলার রিমন হোসেনের। পাসপোর্ট অনুযায়ী তার বয়স ১৭ বছর। যদিও বাস্তবে আরও বেশি। সেই রিমন বলেন, ‘কোচ আমাকে সুযোগ দিয়েছে আগের ম্যাচে। আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। রক্ষণের ফুটবলার হিসেবে আমি গোল হজম না করার ব্যাপারে শতভাগ দেব।’
বিজ্ঞাপন
নেপালে আমন্ত্রণমূলক টুর্নামেন্টের পর বিশ্বকাপ বাছাইয়ে খেলা হচ্ছে এত অল্প বয়সে। বাফুফের দাবি, রিমনই সবচেয়ে কম বয়সী ফুটবলার বিশ্বকাপ বাছাইয়ে। রিমন এই প্রসঙ্গে বলেন, ‘আমি বেশ অল্প বয়সে জাতীয় দলে শুরু করেছি। জায়গাটা যেন ধরে রাখতে পারি এবং দেশকে ভালো কিছু দিতে পারি দোয়া করবেন।’
এজেড/এমএইচ