এমিলিয়ানো মার্তিনেজ অ্যাস্টন ভিলা ছাড়ছেন, সেটা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে ভিলা পার্কের সবশেষ ম্যাচে। চোখের জলে যেভাবে সমর্থকদের বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক, তাতে এই ক্লাবে এমিলিয়ানোর শেষটা দেখে ফেলেছেন অনেকেই। স্পষ্টতই বোঝা যাচ্ছে, ৫ বছর পর বার্মিংহামের ক্লাব ছাড়তে চলেছেন দুইবারের ফিফার বর্ষসেরা এই গোলরক্ষক। 

কিন্তু এমিলিয়ানোর পরের গন্তব্যটা ঠিক কোথায়? দলবদলের আগে নানা গুঞ্জন চাউর হলেও আর্জেন্টাইন এই গোলরক্ষকের গন্তব্য নিয়ে এখন পর্যন্ত সবখানেই কিছুটা নীরবতা। ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনার গণমাধ্যম বা দলবদলের বিশ্বস্ত সূত্রগুলো খুব বড় কোনো খবর দেয়নি তাকে নিয়ে। 

তবে সেই নীরবতায় ছেদ টেনেছেন আর্জেন্টিনার একাধিক গণমাধ্যম। ওলে, ডি স্পোর্টস রেডিও কিংবা সাংবাদিক লাতিন সাংবাদিক ফার্নান্দো চেজ জানিয়েছেন বার্সেলোনা আর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে বড় রকমের প্রস্তাব পেয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। যদিও এই খবর ঠিক কতটা গুঞ্জন আর কতখানি বাস্তব তা বলা বেশ মুশকিল। 

টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গ্যাস্টন এদুল দিনদুয়েক আগেই জানিয়েছিলেন, এমিলিয়ানোকে পেতে আগ্রহী সৌদি প্রো লিগের ক্লাবগুলো। কিন্তু আর্জেন্টাইন গোলরক্ষক নিজেই এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি এখনো ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবল খেলতে আগ্রহী। আর্জেন্টিনার গণমাধ্যমের খবর বলছে, ইংল্যান্ডের বার্মিংহামে সুখেই আছেন এমি এবং তার পরিবার। সহসাই তাই ইউরোপ ছাড়ার পরিকল্পনা নেই তার। 

এদুলের তথ্য অনুযায়ী, দুটো বড় ক্লাব আগ্রহী এমিলিয়ানোর জন্য। এর একদিন পরেই ডি স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়, আগ্রহী দুই ক্লাব নাকি বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেড। বার্সেলোনা অবশ্য এই মৌসুমে ভয়চেক শেজনিকে নিয়ে দারুণ সময় পার করেছে। দলের নিয়মিত গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান অবশ্য দীর্ঘ ইনজুরি কাটিয়ে কদিন আগেই ফিরেছেন মাঠে। 

আবার ম্যানচেস্টার ইউনাইটেড এবারের মৌসুমে ইউরোপিয়ান পর্যায়ে অপরাজিত থাকলেও ঘরোয়া লিগে পার করেছে বাজে সময়। সবশেষ ঘরের মাঠে টানা ৮ ম্যাচ হারের লজ্জাজনক রেকর্ডও করেছে তারা। এমন অবস্থায় নতুন মৌসুমের জন্য দল গোছাতে এমি মার্তিনেজের দিকে হাত বাড়াবে কি না– তা একটা বড় প্রশ্ন। বর্তমানে, দলটির প্রধান গোলরক্ষকের ভূমিকায় আছেন আন্দ্রে ওনানা। 

তবে, এসব গুঞ্জনের ভিড়ে বড় খবর, এমিলিয়ানো মার্তিনেজ আছেন তার নিজের নতুন ক্লাবের সন্ধানে। সেটা অবশ্য কোথায় হবে, তা নিয়ে ধোঁয়াশা সহসা কাটছে না। 

জেএ