কখনো কখনো নিয়তি বড়ই নির্মম হয়ে যায়। আকস্মিক ঘটনা স্তব্ধ করে দেয় সবাইকে। গত বুধবার তেমন ঘটনাই ঘটল ইতালির নেপলসে। বছর তিনেক আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছিলেন ছোট ভাই। তার স্মরণে খেলতে নেমে তিন বছর পর মাঠেই মারা গেছেন বড় ভাই। 

ফুটবলার জিউসেপ্পে পেরিনোর স্মরণে দুই দলে পাঁচজন করে ফুটবলার নিয়ে আয়োজিত হয়েছিল ম্যাচ। যেখানে খেলতে নেমে মাঠের মধ্যেই হার্ট অ্যাটাক করেন ২৯ বছর বয়সী জিউসেপ্পে। তিন বছর আগে তার ভাই সাইক্লিক করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যান। 
 
ইতালির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচ চলাকালে মাঠেই হার্ট অ্যাটাকের পর চিকিৎসক দল ছুটে গেলেও কাজ হয়নি। এর আগেই মারা যান তিনি। যদিও বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

ইতালির ক্লাব পার্মার সদস্য ছিলেন জিউসেপ্পে। ২০১২ সালে ইবোলিতানা থেকে ক্লাবটিতে যোগ দেন তিনি। তবে ক্লাবটির হয়ে কোনো প্রতিযোগিতামূলক খেলা হয়নি তার। ধারে তিনি খেলেছেন বেল্লারিয়া মারিয়া ও ভিগর লামেজিয়া ক্লাবে।

তার মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পার্মা লিখেছে, ‘জিউসেপ্পের মৃত্যুর পর পার্মার সবাই পেরিনো পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছে।’ 

এমএইচ/এটি