পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আইপিএল শেষ করেছে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। তবে দলটির ব্যর্থতার চেয়েও বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে মহেন্দ্র সিং ধোনি কবে অবসর নিচ্ছেন। পরের আসরে খেলবেন কি না, সেটি নিয়েও ধোঁয়াশা রেখে দিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। 

দলের পাশাপাশি ব্যাট হাতে ছন্দে না থাকায় সাবেক ক্রিকেটারদের অনেকেই ধোনির সমালোচনা করছেন। তার আরও খেলা উচিত কি উচিত নয়, এই নিয়ে তর্কে জড়ালেন ভারতের সাবেক চার ক্রিকেটার। শুরুটা হয়ে আলোচনার মধ্যে দিয়ে। শেষটা হয় তুমুল তর্কে।

লিগ টেবিলে সবার শেষে রয়েছে চেন্নাই সুপার কিংস। মাঝপথে নেতৃত্ব নিয়েও দলকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে পারেননি ধোনি। নিজের অবসর প্রসঙ্গে শেষ ম্যাচের পর ধোনি বলেন, “আপাতত আমার কাছে অনেক সময়। এবার রাঁচিতে ফিরব, বহুদিন বাড়ি ফিরিনি। বাইকে চেপে বেশ কয়েকবার ঘুরব। মাস দুয়েক পরে না হয় ভেবে দেখব কী করা যায়।”

যদিও ভারতের চার সাবেক ক্রিকেটারের মধ্যে মতপার্থক্য তুমুল আকার নেয়। সম্প্রচারকারী চ্যানেলে আলোচনার বিষয় ছিল, ধোনির অবসর নেওয়া উচিত কি না? বিষয়ের পক্ষে, অর্থাৎ হ্যাঁ অবসর নেওয়া উচিত- এই পক্ষে ছিলেন আকাশ চোপড়া ও সঞ্জয় বাঙ্গার। অন্যদিকে এখনও ধোনিকে খেলতে দেখতে চান সুরেশ রায়না ও আরপি সিং।

আকাশ চোপড়া প্রশ্ন ছুঁড়ে দেন, ধোনি যদি আনক্যাপড ভারতীয় না হতো, তাহলে কি এবার সিএসকে ওকে আদৌ দলে রাখত? জবাবে চেন্নাইয়ে ধোনির সাবেক সতীর্থ সুরেশ রায়না বলেন, অবশ্যই রাখত। গত ১৮ বছর ধরে ও এই দলে আছে। এখনও ধোনিই দলের মধ্যে সবচেয়ে বেশি ছয় মেরেছে।

পাল্টা আকাশ বলেন, কিন্তু তাহলে ও কেন ৭,৮ বা ৯ নম্বরে ব্যাট করছে। তোমার টিমের ব্যাটিং ভালো নয়। টপ অর্ডার ব্যর্থ। সেখানে এত বড় একজন প্লেয়ার ওপরে ব্যাট করবে না? ও কি আদৌ ফিট? এবার রায়না বলেন, শেষ চার ওভারে ব্যাট করতেই ও বেশি স্বচ্ছন্দ। ও ফিট, ৪৪ বছর বয়সেও কিপিং করছে। ধোনি তো আগেও বলেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শিবাম দুবেদের আগে সুযোগ দিয়েছে।

আলোচনায় যোগ দিয়ে আরপি সিং বলেন, হাঁটুর অস্ত্রোপচারের পর সময় লাগে। ধোনি ২০ বছর কিপিং করছে, নিজেকে সামলাচ্ছে। রায়নারও হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। সেখান থেকে ফিরে এসে ও খেলেছে। এ সময় সঞ্জয় বাঙ্গার বলেন, ধোনির উপস্থিতিতে রুতুরাজ গায়কোয়াড় বা রবীন্দ্র জাদেজের নেতৃত্ব সেভাবে বিকশিত হওয়ার সুযোগ পায়নি।

এফআই