স্ত্রী ‘হ্যাঁ’ বললেই বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি
বার্সেলোনার কাছ থেকে প্রস্তাব পেয়েছেন, সেটায় নিজের ইচ্ছেও আছে। তবু ঘরের গিন্নি সবুজ সংকেত দিচ্ছেন না বলে বিশ্বের অন্যতম নামী ক্লাবের দামী প্রস্তাব এখনো ঝুলিয়ে রেখেছেন।
একেবারেই বিরল এই পরিস্থিতি সামনে এসেছে বার্সেলোনার গোলরক্ষক ভয়চেখ শেজনি। অবসর ভেঙ্গে এই মৌসুমেই এসেছিলেন বার্সায়। জিতেছেন ডমেস্টিক ট্রেবল। ৩৫ বছরের এই গোলরক্ষককে রেখে দিতেই চায় বার্সেলোনা। শেজনি নিজেও রাজি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তার স্ত্রী মারিনা লুশেঙ্কো শেজনা।
বিজ্ঞাপন
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পরেই শেজনি এই আভাস দিয়েছিলেন। কাতালান গণমাধ্যমের সামনে বলেছিলেন, ‘আমার বাড়ির অধিকাংশ সিদ্ধান্ত আমার স্ত্রী নেন, এবং আমি সেটা নিয়ে মোটেও লজ্জিত নই। ফুটবল-সম্পর্কিত সিদ্ধান্তগুলো বেশিরভাগ আমি নিই, কিন্তু এই পরিস্থিতি ভিন্ন। আমরা পরিকল্পনা করেছিলাম এক বছরের জন্য এখানে এসে আমাদের স্বপ্ন পূরণের চেষ্টা করব, তারপর আবার গলফ খেলায় ফিরে যাব।’
বিজ্ঞাপন
বিশেষ করে সন্তানদের পড়াশোনা, থাকতে চাওয়াসহ সমস্ত বিষয়ের জন্যই স্ত্রী মারিনার দিকে তাকিয়ে আছেন শেজনি। একই অবস্থা বার্সেলোনা ম্যানেজমেন্ট এবং ভক্তদেরও। শেজনি আগামী মৌসুমে থাকবেন কি না, সেটার ওপর ভিত্তি করেই দলবদলের বাজারে নিজেদের পরিকল্পনা সাজাতে চাইছে ব্লুগ্রানারা।
আরও পড়ুন
গত অক্টোবরে নিয়মিত গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান এসিএল ইনজুরিতে পড়লে শেজনি অবসর ভেঙে বার্সেলোনায় যোগ দেন। শুরুতে ইনাকি পেনার বদলি হয়ে থাকলেও জানুয়ারি থেকে তিনিই হয়ে যান দলের মূল গোলরক্ষক। চুক্তিটা ছিল এই মৌসুমের শেষ পর্যন্ত।
কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করে বার্সেলোনা বোর্ড এবং ভক্তদের মন জয় করেন শেজনি। ক্লাবের পক্ষ থেকে তাকে এবারে ২ বছরের চুক্তির প্রস্তাবনা দেয়া হয়েছে। শেজনি যদিও সময় চেয়েছেন পরিবারের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত জানানোর জন্য। বার্সেলোনাও সেই অনুরোধ রেখেছে।
এদিকে বার্সেলোনা এরইমাঝে এস্পানিওল থেকে হুয়ান গার্সিয়াকে দলে নেয়ার জন্য আলোচনা শুরু করেছে। ধারণা করা হচ্ছে, শেজনি না থাকলে তাকেই বার্সেলোনা নিয়ে আসবে ভবিষ্যতের বিবেচনায়। আর শেজনি রাজি থাকলে তাকে কিনে অন্তত এক বছর ধারে খেলানো হতে পারে। অবশ্য বর্তমানে এই সব সিদ্ধান্ত অপেক্ষা করছে শেজনির স্ত্রী মারিনার জন্য।
জেএ