বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন ও অবনমন আগেই চূড়ান্ত হয়েছিল। বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনীর মধ্যে ছিল রানার্সআপ হওয়ার লড়াই। আজ (মঙ্গলবার) শেষ রাউন্ডের ম্যাচে আবাহনী ব্রাদার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে। ১৮ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩৫। টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার তৃতীয় হয়েছে। 

আবাহনী রানার্সআপ হয়ে এএফসি’র আসরে খেলার সম্ভাবনা খানিকটা জিইয়ে রাখল। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল এশিয়ান ফুটবল কনফেডারেশনের ক্লাব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এবার চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান হলেও তাদের ক্লাব লাইসেন্সিং জটিলতা রয়েছে। এএফসি’র সনদ না মিললে চ্যাম্পিয়নের পরিবর্তে রানার্সআপ দল খেলার সুযোগ পাবে।

ঢাকা আবাহনী সাম্প্রতিক সময়ে এএফসি’র আসরে খেলেছে। লাইসেন্সের জন্য আবেদন করেছে এবারও। আবাহনীর এএফসি লাইসেন্স পাওয়া অনেকটাই নিশ্চিত। মোহামেডান যদি কোনো কারণে ব্যর্থ হয় সেক্ষেত্রেই আবাহনী এএফসিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। টানা পাঁচবারের চ্যাম্পিয়ন কিংস এবার তৃতীয় হয়েছে।

কুমিল্লা স্টেডিয়ামে আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটে আবাহনী এগিয়ে যায়। এনামুল গাজী বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো মাপা শটে জাল কাঁপান। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। শাহরিয়ার ইমনের কর্নারে সতীর্থের শট ঠিকমতো তালুবন্দি করতে পারেননি ব্রাদার্সের গোলরক্ষক। ফিরতি বলে ব্রাজিলিয়ান রাফায়েল দারুণ হেডে স্কোরবোর্ড ২-০ তে পরিণত করেন। ৮৬ মিনিটে শাহরিয়ার ইমনের কাটব্যাক থেকে গোল (৩-০) করেন মিরাজুল ইসলাম। 

বসুন্ধরা কিংস আজ লিগে নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠ কিংস অ্যারেনায় পিছিয়ে পড়েছিল সাত মিনিটেই। মোরসালিনের গোলে কিংস খেলায় ফিরে ৪২ মিনিটে। বিরতির আগে আরও একটি গোল করেন মোরসালিন। বিরতির পর ওয়ান্ডারার্স আরেক গোল করলে খেলায় পুনরায় সমতা আসে। এরপর মোরসালিন নিজের হ্যাটট্রিক ও রাহুল আরেক গোল করলে কিংস জয় নিয়েই মাঠ ছাড়ে। ১৮ ম্যাচে কিংসের পয়েন্ট ৩২ পয়েন্ট। 

এজেড/এএইচএস