১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতির জন্য ৪ জুন আরেকটি প্রীতি ম্যাচ খেলবেন জামালরা। এই দুই ম্যাচকে সামনে রেখে আজ বিকেলে বাংলাদেশ দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন।

২৬ জনের দলে নতুন মুখ মূলত দুই জন। কানাডা জাতীয় দলে খেলা বাংলাদেশি প্রবাসী শামিত সোম এবং ঢাকা মোহামেডানের জাহিদ হোসেন শান্ত। অনেক দিন পর দলে ফিরেছেন ফরোয়ার্ড সুমন রেজা। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে ভারতের বিপক্ষে খেলা চন্দন রায়, জুনিয়র সোহেল রানা এবার প্রাথমিক দলেও নেই। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান ও রানার্স আপ আবাহনীর চেয়ে তৃতীয় স্থানে থাকা কিংসের ফুটবলার বেশি ডেকেছেন হ্যাভিয়ের।

হ্যাভিয়ের ক্যাবরেরার দল নির্বাচন মানেই নানা প্রশ্ন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন মোহামেডান ও রানার্স আপ আবাহনী। এই দুই দলের চেয়ে বসুন্ধরা কিংসের খেলোয়াড় সংখ্যা বেশি। ডিফেন্ডার সাদ উদ্দিন ছয় মাসের জন্য বহিষ্কার হয়েছিলেন। ডিসিপ্লিনারি কমিটি শাস্তি দিয়ে আবার দিন পাঁচেক পর চার ম্যাচে নামিয়ে আনে। জাতীয় দলে কোচ তাকে ডাকবেন এজন্যই শাস্তি লাঘব এমন গুঞ্জন রয়েছে ফুটবলাঙ্গনে। এ নিয়ে আজ প্রশ্ন হলে কোচ বলেন, 'সে কিংসের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গতকালও খেলেছে একটি ভুলের জন্য সে পাঁচ ম্যাচ বাইরে ছিল। সে সব সময় ফিট এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাই তাকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই।'

বাংলাদেশের ফুটবলে উঠতি তারকা শেখ মোরসালিন। নানা নেতিবাচক কাণ্ডে জড়িয়ে নিজেকে হারিয়ে খুজছিলেন। ঘরোয়া লিগে কিংসের হয়ে নিয়মিত একাদশে সুযোগ পান না। সেই মোরসালিন হ্যাভিয়ের ক্যাবরেরার প্রিয় মুখ জাতীয় দলের একাদশে। আবার মোরসালিন কেন এই প্রশ্নে হ্যাভিয়েরের ব্যাখ্যা, 'সে গত দুই ম্যাচে চার গোল করেছে এবং খেলার মধ্যেই ছিল। সে জাতীয় দলে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।' তিন গোল করে সুমন রেজা আবার কোচের নজরে এসেছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের সময় কোচ ইউরোপে ছুটিতে ছিলেন। অনেক খেলা সম্প্রচার হয়নি। এরপরও কোচের দাবি তিনি প্রতিটি ম্যাচই দেখেছেন, 'আমি প্রতিটি ম্যাচই দেখেছি দল নির্বাচনে সমস্যা হয়নি।' এবার লিগের সম্প্রচার মান ছিল দুর্বল। কোচ মাঠে যাননি অনেক ম্যাচেই। খেলাও সম্প্রচার হয়নি এরপরও দল নির্বাচন কিভাবে করলেন এ নিয়ে কোচের মন্তব্য, 'সরাসরি সম্প্রচার না হলেও বাফুফে প্রতি ম্যাচের ভিডিও করেছে সেই ভিডিও আমি দেখেছি।'

বর্তমান সময়ে আলোচনায় থাকা কিউবা মিচেল নিয়ে ফুটবলাঙ্গনে বেশ কৌতুহল ছিল। তার নাম তালিকায় নেই। পাসপোর্ট ও আরো আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। তাই কিউবাকে নিয়ে বল ফেডারেশনের কোর্টেই ঠেললেন কোচ হ্যাভিয়ের, 'আগামীকাল জাতীয় দল কমিটির সভা রয়েছে সেখানে তার সর্বশেষ অবস্থান জানা যাবে। সে বেশ সম্ভাবনাময় ও মেধাবী খেলোয়াড়। আমাদের ধৈর্য্যরে সঙ্গে প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে।'

ভারত ম্যাচের প্রাথমিক দলে ফাহমিদুলকে ডেকেছিলেন কোচ। সৌদি আরবে সপ্তাহ খানেক ট্রেনিং করিয়ে ঢাকায় আনেনি। তখন তুমুল সমালোচনায় পড়েছিলেন। এখন আবার সিঙ্গাপুর ম্যাচের আগে ডেকেছেন। ফাহমিদুল নিয়ে কোচের মন্তব্য, 'গত বারের মতো এবারও আমি তাকে ডেকেছি। তাকে আমি অনুসরণ করছি। তার সঙ্গে এবং তার ক্লাবের পরিচালকের সঙ্গেও আমার যোগাযোগ রয়েছে।'

কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম বাংলাদেশের হয়ে খেলবেন। সামিত অ্যাটাকিং মিডফিল্ডার। সামিত আসায় বাংলাদেশের মিডফিল্ড অত্যন্ত শক্তিশালী মনে করছেন হ্যাভিয়ের, 'দক্ষিণ এশিয়ার সেরা এবং আমাদের এই গ্রুপের অন্যতম সেরা। হামজা একজন শীর্ষ পর্যায়ের খেলোয়াড়, সামিতও টপ কোয়ালিটির।’

গত ম্যাচে ছিলেন হামজা এবার যোগ হচ্ছেন সামিত। এতে বাংলাদেশের খেলার স্টাইল নিয়ে কোচ বলেন, 'ভাবনা , লক্ষ্য  ও দর্শন একই থাকবে খেলার। আমাদের খেলোয়াড়দের সক্ষতার সঙ্গে প্রতিপক্ষের দুর্বলতা-শক্তিশালী দিকের সব সময় ভারসাম্য করতে হয়।' ২৬ জনের প্রাথমিক দলে মিডফিল্ডার সিনিয়র সোহেল রানা ডাক পেলেও জুনিয়র সোহেল রানা বাদ পড়ায় দুঃখ প্রকাশ করছেন, 'সে অত্যন্ত ভালো খেলোয়াড় তাকে বাদ দেয়া আমার জন্য কঠিন ছিল। আমাদের এখন অনেক মিডফিল্ডার তাই তাকে বাদ পড়তে হয়েছে।'

সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে। এরপরও বাংলাদেশের কোচ হোম ম্যাচে পূর্ণ তিন পয়েন্টেরই আশাবাদ ব্যক্ত করছেন, 'আমাদের দলও শক্তিশালী। হোম ম্যাচে সমর্থকদের সমর্থন ও সামগ্রিক পারফরম্যান্স দিয়ে আমরা পূর্ণ তিন পয়েন্টের জন্যই খেলব।'

বাংলাদেশ দল দীর্ঘদিন পর আবার জাতীয় স্টেডিয়ামে খেলবে। আজ সকালে স্টেডিয়াম পরিদর্শন করেছিলেন হ্যাভিয়ের। এ নিয়ে তার মন্তব্য, 'মাঠের অনেক উন্নয়ন হয়েছে। বাফুফে এখনো কাজ করছে। আশা করি বেশ ভালো একটা অবস্থায় থাকবে মাঠ।'

বাফুফে বিকেল চারটায় সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছিল। জাতীয় দল ঘোষণার সংবাদ সম্মেলন কাভারের জন্য সাংবাদিকরা যথাসময়ে উপস্থিত হন। ফেডারেশনের সম্মেলন কক্ষ বা বোর্ড রুমও নয় মাঠে একটি ডায়াসের সামনে প্রেস কনফারেন্স। আকাশ মেঘে ছেয়েছিল। বৃষ্টির শঙ্কা ও সাংবাদিকদের হাতে নেই খেলোয়াড় তালিকা এই দুইয়ে আপত্তিতে কোচ ফেডারেশনের ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তালিকা সরবারহ হলে বৃষ্টির জন্য ফেডারেশনের নিচে জাতীয় দল ঘোষণার সম্মেলন হয়। গরমে কোচ-কর্মকর্তা-সাংবাদিকরা ঘেমে একাকার। পেশাদারিত্ব-ব্র্যান্ডিংয়ের বুলি আওড়ান কর্মকর্তারা আর জাতীয় দল ঘোষণার প্রেস কনফারেন্স অন্ধকার-গরমে ভবনের নিচতলায়।

এজেড/এইচজেএস