হামজাদের আরেক ম্যাচের টিকিট বিক্রি শুরু
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে। ওই ম্যাচের প্রস্তুতির জন্য ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। বাংলাদেশ-ভুটান আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য আজ রাত ৮টার পর থেকে টিকিট ছাড়া হয়েছে। অফিসিয়াল ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোস্ট করেছে বাফুফে।
সিঙ্গাপুর ম্যাচের মতো এই ম্যাচের টিকিটও টিকিফাইয়ের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করতে হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত টিকিফাইয়ের ওয়েবসাইট ও বাংলাদেশ-ভুটান ম্যাচের টিকিট অপশন সচলই দেখা গেছে। সাধারণ গ্যালারি ও ক্লাব হাউজ এই ক্যাটাগরির টিকিট টিকিফাইয়ের প্ল্যাটফর্মে বিক্রির জন্য প্রদর্শিত হচ্ছে। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ২০০ ও ক্লাব হাউজ ১০০০ টাকা।
বিজ্ঞাপন
Tickets for the FIFA Friendly clash between Bangladesh and Bhutan are now available online at Tickify. Don’t...
Posted by Bangladesh Football Federation on Wednesday, May 28, 2025
সিঙ্গাপুর ম্যাচে গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। সেখানে ভুটান ম্যাচের দাম অর্ধেক কমিয়ে ২০০ টাকা রেখেছে। বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য ইকবাল হোসেন অবশ্য আগেই ভুটানের টিকিটের দামের এমন তথ্য দিয়েছিলেন সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের দিন। ফুটবলাঙ্গনের তথ্যমতে, বাফুফে আগে ভুটান ম্যাচের টিকিট ছেড়ে এরপর সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি করলে অনেক ক্ষেত্রেই শ্রেয় হত। সিঙ্গাপুর ম্যাচের টিকিট অনেকেই পায়নি, তারা এখন ভুটান ম্যাচের টিকিট পেয়ে সান্ত্বনা খোজার চেষ্টা করছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বাংলাদশে দল ৩০ মে থেকে ক্যাম্প শুরু করবে। হামজা চৌধুরি ঢাকায় আসতে পারেন ১/২ জুন। ৪ জুন ম্যাচে হামজা চৌধুরি খেললে সেটা হবে বাংলাদেশের মাটিতে তার প্রথম ম্যাচ। ৪ জুনের ম্যাচে হামজা খেলবেন কি না আজ এ নিয়ে প্রশ্ন হলে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘সম্ভাবনা রয়েছে। তবে সে আসার পর এটি নিশ্চিত করে বলা যাবে।’
এজেড/এএইচএস