আজ বিকেলে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন সূচি ছিল। বৃষ্টির জন্য সেই অনুশীলন ভেন্যু বদলে হয়েছে কিংস অ্যারেনার মাঠে। আজই বাংলাদেশের মাটিতে প্রথম অনুশীলন করেছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। তাই তার দিকে বাড়তি আগ্রহ ছিল ফুটবলাঙ্গনে। 

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে প্রাথমিক দলে ছিলেন ফাহমিদুল ইসলাম। সেই ম্যাচের সৌদি ক্যাম্পে থাকলেও কোচ তাকে ঢাকায় আনেননি। তখন ফুটবলাঙ্গনে প্রচুর সমালোচনা শুরু হয়। লোকাল ফুটবলারদের সঙ্গে প্রবাসী ফুটবলারদের দূরত্ব নিয়ে নানা কথা ভেসে বেড়ায় ফুটবলাঙ্গনে। আজ জাতীয় দলের অনুশীলনে 
ডিফেন্ডার ইসা ফয়সাল ফাহমিদুলকে নিয়ে বলেন, 'ফাহামিদুলের সাথে ভালো সময় কাটছে আমাদের। সে আমাদের মতোই মিশুক, খোলা মনের। সে যে প্রবাসী, সেটা আমি বলবো না, সে বাংলাদেশি খেলোয়াড় সেটাই বড় কথা।'

জাতীয় দলের সিনিয়র ডিফেন্ডার রহমত মিয়া একই সঙ্গে সুর মিলিয়ে বলেন, 'যেহেতু হামজা আমাদের সাথে খেলেছে, শমিত সোমও আসছে, এটা আমাদের জন্য ভালো খবর। এটা আমাদের দলের জন্য ভালো হচ্ছে। এতে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে অনুপ্রেরণা ও বুস্টআপ কাজ করছে। আমি মনে করি, হামজার সাথে সমিত বা যারা আসছে, সেটা আমাদের দলের জন্য ভালো এবং আশা করি, আমরা সবাই মিলে ভালো একটা ফল করবো।'

জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে না পারায় খানিকটা হতাশা ব্যক্ত করেছেন রহমত , 'জাতীয় স্টেডিয়ামে অনুশীলন হবে, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এটাই জানতাম। কিন্তু আবহাওয়ার ওপর তো কারও হাত নেই। বৃষ্টি শুরু হয়ে গেছে। সেজন্য সূচি ও প্রস্তুতির ভেন্যু বদলে গেছে। ওখানে অনুশীলন করতে পারলে ভালো লাগতো, কিন্তু এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।'

১০ জুন ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ ৪ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ ভুটান আজ এসেছে। সিঙ্গাপুরের পাশাপাশি ভুটান ম্যাচ নিয়েও বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশা অনেক। ফুটবলাররা এটি টের পাচ্ছেন, 'আমাদের যে সমর্থন তারা দিচ্ছেন, তাদের প্রত্যাশাও এখন অনেক উঁচুতে। আগের মানুষের প্রত্যাশা আর এখনকার মানুষের চাওয়াটা এক জায়গায় নেই। মানুষ আরও প্রত্যাশা করছে, বেশি চাচ্ছে। আমরা সবাই আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ আরও ভালো কিছু করার জন্য, নিজেদের জায়গা থেকে যতটুকু মান উন্নত করা যায়, সেই চেষ্টা করবো।'

এজেড/এইচজেএস