পিএসজির বিজয় উৎসব যখন বিভীষিকা, দুজন নিহত আটক ৫৫৯
ফুটবলের অন্যতম শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছে ফ্রান্সের ক্লাব প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তারা বহুল আরাধ্য ট্রফি জিতেছে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে। এরপর থেকেই উৎসবের নগরীতে পরিণত হয়েছে প্যারিস। তবে সমর্থকদের লাগামহীন আচরণে সেই সুখের মুহূর্ত বিভীষিকায় রূপ নিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন দুজন, আটক করা হয়েছে ৫৫৯ জনকে।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি। গতকাল রাতে জার্মানির মিউনিখে হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। পিএসজির বহু দূরের সেই জয় রাঙিয়ে দিয়েছে ফ্রান্সকে। প্রথমে আতশবাজি আর আলোর রোশনাই, পরবর্তীতে তা আত্মঘাতী রূপ নিয়ে লাল রঙা রক্তে। পিএসজির জয় নিশ্চিত হওয়ার পরই উৎসব শুরু হয় গোটা প্যারিসজুড়ে। উচ্চ শব্দে, গাড়ির হর্ন বাজিয়ে, কিংবা বাদ্যযন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার পাশাপাশি চলছিল হরেক রকম আতশবাজি।
বিজ্ঞাপন
— CLPRESS / Agence de presse (@CLPRESSFR) May 31, 2025
উদযাপন লাগাম ছাড়িয়ে একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষেও রূপ নিয়েছে। যা নিয়ে আজ (রোববার) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেবল রাজধানীতেই ৪৯১ জনকে আটক করা হয়েছে। তারা চ্যাম্পস ইলিসেস এভিনিউতে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায়। আর পুরো ফ্রান্সজুড়ে আটক হয়েছে ৫৯৯ জন। উদযাপনে আসা দুজন নিহত হয়েছেন। অবশ্য আরেক সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় আহত এক পুলিশ অফিসার কোমায় চলে গেছেন।
— CLPRESS / Agence de presse (@CLPRESSFR) May 31, 2025
প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাম্পস ইলিসেস এলাকা থেকে দুই কিলোমিটার দূরত্বে মোটর স্কুটার চালিয়ে আসা এক ব্যক্তি আরেকটি কারের ধাক্কায় নিহত হয়েছেন। দক্ষিণ-পশ্চিমের আরেক শহর ড্যাক্সে ১৭ বছর বয়সী কিশোরকে ছুরিকাঘাত করা হয়েছে। এতে নিহত হয় সে। ফ্রান্সের প্রসিকিউটর অফিস থেকে জানানো হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পরবর্তী বিজয় উদযাপনের সময়ই ওই ঘটনা ঘটে। তাকে আঘাত করা ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। চ্যাম্পস ইলিসেস এলাকায় মানুষের হুড়োহুড়ি ও আর্ক দ্য ট্রায়ম্পে উঠা থেকে বাধা দিতে জলকামান ব্যবহার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, প্যারিসে সবমিলিয়ে ১৮ পুলিশ আহত হয়েছেন। এ ছাড়া আরও তিনটি ভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর আহত সদস্য সংখ্যা ১৯২। এ ছাড়া ৭ আগুন নির্বাপক সদস্যও আহত হয়েছেন। এক রাতে পুরো শহরে ৬৯২টি আগুনের ঘটনা ঘটেছে, এর মধ্যে আগুন দেওয়া হয় ২৬৪টি কারে। এদিকে, শিরোপাজয়ী পিএসজি দলের বিজয় র্যালি রাখা হয়েছে রোববার (ফ্রান্সের সময় অনুযায়ী)। সেখানে ১০ হাজার সমর্থক উপস্থিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া উৎসবরত জনতার ওপর একটি গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনার কথা জানিয়েছে পুলিশ। যেখানে চারজন আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা বেশ গুরুতর। এর বাইরে সমর্থকদের ছোড়া আতশবাজিতে আহত এক পুলিশ সদস্য কোমায় চলে গেছেন। পুরো ঘটনায় তদন্ত চলছে। যদিও বেশিরভাগ এলাকায় শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপনের কথা নিশ্চিত করেছে পুলিশ। কেবল ৪৮ হাজার মানুষ জায়ান্ট স্ক্রিনে খেলা দেখেছেন পিএসজির হোম ভেন্যু পার্ক দ্য প্রিন্সেস এলাকায়।
এএইচএস