বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই গোল পেয়েছেন হামজা দেওয়ান চৌধুরি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার জাতীয় দলে দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেয়েছেন। হামজার গোল বাংলাদেশের ফুটবল উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করেছে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা হামজার গোল সম্পর্কে বলেন, 'সেটপিস থেকে গোলের পরিকল্পনা আমাদের অনুশীলনের অংশ। ডেভিড (সহকারী কোচ) এটা নিয়ে কাজ করেছে। সেটপিসে আমরা ম্যাচের শুরুতেই গোল পেয়েছি।'

ভুটানের জাপানিজ কোচ নাকামুরা বাংলাদেশ জয়ের পেছনে হামজার পারফরম্যান্সকে বিশেষভাবে দেখেছেন। বাংলাদেশের কোচ ক্যাবরেরাও সেটা স্বীকার করেছেন, 'অবশ্যই হামজার মতো খেলোয়াড় আমাদের দলে থাকায় বাড়তি মাত্রা পেয়েছে। আমরা পুরো ম্যাচই ভালো খেলেছি।'

গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশ ভুটানের থিম্পুতে দুই ম্যাচের সিরিজ খেলেছিল। প্রথম ম্যাচ জিতলেও পরের ম্যাচে হেরেছিল। আজ ২-০ গোলে হারিয়ে অনেকটাই তৃপ্ত বাংলাদেশ কোচ, 'খেলার ফলাফলে যেমন সন্তুষ্ট তেমনি পারফরম্যান্সে। এক সঙ্গে বাংলাদেশের তিন অধিনায়ক। সোহেল, জামাল ও তপু খেলেছে। যা সাম্প্রতিক সময়ে অনেক ক্ষেত্রে হয়নি। ফাহমিদুল ও আল আমিন দুই জনের অভিষেক হয়েছে। সব মিলিয়ে আমি সন্তুষ্ট।'

ফাহমিদুল নিয়ে বাংলাদেশের ফুটবলাঙ্গনে অনেক কৌতুহল ছিল। আজ ঢাকার মাঠে ফাহমিদুল খেলেছেন। তার পারফরম্যান্স নিয়ে কোচের প্রতিক্রিয়া, 'সে দুই-তিন টাচ বেশ ভালো দিয়েছে। সামনে তার আরো উন্নতি জায়গা রয়েছে।'

ভুটান ম্যাচ ছিল মূলত বাংলাদেশের জন্য সিঙ্গাপুরের প্রস্তুতির জন্য। বাংলাদেশ কোচ এই ম্যাচের মাধ্যমে সেই প্রস্তুতি সারতে পেরে খুশি। আগামীকাল সিঙ্গাপুর মালদ্বীপের বিপক্ষে খেলবে। ভুটান খেলবে ব্রুনাইয়ের বিরুদ্ধে।

বাফুফে পেশাদারিত্ব ও আধুনিকতার বুলি আওড়ায় অনেক। আজ দীর্ঘদিন পর ঢাকা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচে পেশাদারিত্বের অভাব ছিল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ছিল না কোনো ব্যানার।

এজেড/এইচজেএস