ছবি: সংগৃহীত

৯ জানুয়ারি শুরু হচ্ছে ভারতের আই লিগ। এটি ভারতের দ্বিতীয় স্তরের লিগ হিসেবে গণ্য। তবে এবার বাংলাদেশের ফুটবল প্রেমীদের বিশেষ আকর্ষণ থাকছে আই লিগে। কারণ বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলবেন।

কলকাতা মোহামেডানও বিশেষ গুরুত্ব দিচ্ছে জামাল ভূঁইয়াকে। ৯ জানুয়ারি সুভেদা দিল্লি এফসি’র বিরুদ্ধে লিগের প্রথম ম্যাচ। বিশ্ব যুব ভারতী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল আড়াইটায়। সেই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ জোসে হেভিয়ার পাশাপাশি উপস্থিত থাকবেন জামাল ভূঁইয়া।

কলকাতা মোহামেডানের এই মৌসুমের অধিনায়ক প্রিয়ন্ত সিং। সাধারণত লিগের শুরুর প্রেস কনফারেন্সে হেড কোচ ও অধিনায়ককে দিয়ে করা হয়। এবার একটু ব্যতিক্রম পথেই হাটছে কলকাতা মোহামেডান। লিগের অভিষেক ম্যাচের আগে হেডের কোচের পাশাপাশি অধিনায়ককে বাদ দিয়ে অন্য ফুটবলার নির্বাচন করেছে।

শুক্রবার কোচের দেয়া নির্ধারিত সময়ে অনলাইনে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবারের মধ্যে সাংবাদিকদের পাঠানো প্রশ্নের উত্তর দেবেন কোচ জোসে হেভিয়া ও জামাল ভূঁইয়া। জৈব বলয় শেষ করে ৪ জানুয়ারি থেকে কলকাতা মোহামেডান মাঠে অনুশীলন শুরু করেছে।

এজেড/এটি/টিআইএস