ছবি: সংগৃহীত

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ বাজেটের দুই দল বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বৃহস্পতিবার। গত দুই ফেডারেশন কাপের ফাইনালে লড়েছে এই দুই দল। এবার সেই দুই দল ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটায় ওয়ালটন ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

ঘরোয়া ফুটবলের শীর্ষ পর্যায়ে বসুন্ধরার আবির্ভাব ২০১৮ সালে। ২০১৮ সালের ফেডারেশন কাপ ফাইনালে বসুন্ধরা কিংস ঢাকা আবাহনীর মুখোমুখি হয়েছিল। আবাহনী ৩-১ গোলে কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও ফুটবলপ্রেমীদের হৃদয়ে সেই ম্যাচটি স্মরণ হয়ে আছে দুই দলের ফুটবলারদের মারামারির জন্য।

ম্যাচের শেষ দিকে দুই দলের ফুটবলাররা মারামারিতে শুরু করে দেয়। আবাহনীর ডিফেন্ডার মামুন মিয়া কিংসের ফুটবলারকে উড়ন্ত কিক দেন। খেলা বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। রেফারি মিজানুর রহমান চারটি লাল (দুই দলের দুইটি করে) কার্ড দেখিয়েছিলেন।

আবাহনীর পর্তুগীজ কোচ ম্যারিও ল্যামোস এখনো ভুলতে পারেননি সেই ম্যাচ, ‘আমার কোচিং ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ম্যাচ। আমরা জিতেছিলাম ঠিকই, কিন্ত খেলোয়াড়রা মেজাজ হারিয়েছিল বারবার। শেষ পর্যন্ত অনাকাঙ্খিত অনেক ঘটনা ঘটেছে।’

ঢাকা আবাহনী ওই ম্যাচের পর আর কখনো বসুন্ধরা কিংসকে হারাতে পারেনি। এরপর লিগে দুইবার ও গত আসরের ফেডারেশন কাপেও হেরেছে। এবার সেই হারের বৃত্ত থেকে বের হতে চায় আকাশি নীল শিবির, ‘ম্যাচটি অত্যন্ত কঠিন। তবে আমার ছেলেরা সেরাটা দেয়ার জন্য প্রস্তুত।’

আবাহনী কোচ প্রতিপক্ষ কিংস সম্পর্কে বলেন, ‘তারা অত্যন্ত গোছালো ও শক্তিশালী দল। আমাদের চেয়ে বেশি সময় অনুশীলন করেছে এই মৌসুমে।’ আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচগুলো পার্থক্য গড়ে দিতেন কোস্টারিকার বিশ্বকাপ খেলা ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেস। কলিন্দ্রেস কিংস ছেড়ে গেলেও হাফ ছাড়তে চান না ল্যামোস, ‘সে বিশ্বমানের ফুটবলার। নতুন যারা এসেছে তারাও বড় মাপের।’

পরিসংখ্যান ও দলীয় শক্তিমত্তায় প্রতিপক্ষ বসুন্ধরা কিংস এগিয়ে থাকলেও আবাহনী কোচ ম্যাচটিকে ফিফটি ফিফটি দেখছেন, ‘ম্যাচটি ফিফটি-ফিফটি। ম্যাচের দিন সেরা দিতে পারলে ফল আমাদের পক্ষে আসবে।’

ঢাকা আবাহনীতে কোনো ইনজুরি ও কার্ড সমস্যা নেই। কোয়ার্টার ফাইনালের প্রথম একাদশই খেলার সম্ভাবনা বেশি।

এজেড/এটি/টিআইএস