এক বছরের কারাদণ্ড হলো কার্লো আনচেলত্তির
মাস কয়েক আগেই স্পেন ছেড়ে ব্রাজিলে গেছেন কার্লো আনচেলত্তি। তবে রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচের নামে এখনো মামলা আছে স্পেনের আদালতে। সেই পুরোনো মামলায় এবার তাকে শাস্তি দিয়েছে আদালত।
কর ফাঁকির মামলায় আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের আদালত। তার বিরুদ্ধে মূলত এই কর ফাঁকির অভিযোগ আনা হয় ২০১৪ সাল। তখন তিনি প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত আনচেলত্তি ইমেজ-স্বত্ব বাবদ ১০ লাখ ইউরোর বেশি আয় করেন। যার ওপর কর দেননি বলে অভিযোগ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
২০২৪ সালের মার্চে আনচেলত্তির ৪ বছর ৯ মাসের কারাদণ্ড ও ৩২ লাখ ইউরো জরিমানার আবেদন করেন স্পেনের সরকারি কৌঁসুলিরা। তবে আনচেলত্তি এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে শাস্তি পেতেই হচ্ছে।
বিজ্ঞাপন
তবে স্পেনের আইন অনুযায়ী, অহিংস অপরাধে দুই বছরের কম কারাদণ্ডের শাস্তির ক্ষেত্রে সাধারণত কোনো অপরাধীকে জেলে যেতে হয় না। তবে সেক্ষেত্রে জরিমানা গুনতে হবে এই কোচকে।
এইচজেএস