মোরসালিনকে নিয়ে সবার আগে অনুশীলনে আবাহনী
দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী চলতি ফুটবল মৌসুমে সবার আগে অনুশীলন শুরু করেছে। আজ বিকেলে ক্লাব মাঠে ১৮ জন ফুটবলারকে প্র্যাকটিস করিয়েছেন কোচ মারুফুল হক। নতুন মৌসুমে আবাহনীর প্রথম ম্যাচ ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগে কিরগিজস্তানের মুরাস এফসি'র বিপক্ষে।
আবাহনীর অনুশীলনে আজ প্রথম দিনে বাড়তি আকর্ষণ ছিলেন শেখ মোরসালিন ও আল আমিন। দুই তারকা ফুটবলার প্রথমবারের মতো আবাহনীর জার্সি গায়ে জড়িয়েছেন। দুই জনই বেশ উচ্ছ্বাস নিয়ে বলেন, 'আবাহনী দেশের অন্যতম সমর্থক ও ঐতিহ্যবাহী দল। এই জার্সি পড়তে পেরে গর্বিত। ক্লাবকে সাফল্য এনে দিতে চাই।' শেখ মোরসালিন অল্প সময়ের মধ্যে তারকাখ্যাতি পেয়েছেন। মাত্র বছর তিনেকের মধ্যে দেশের তিন শীর্ষ দল মোহামেডান, কিংস ও আবাহনীতে খেলছেন তিনি। এজন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছেন, 'ক্যারিয়ারের শুরুর দিকেই আমি তিনটি বড় ক্লাবের জার্সি পড়তে পেরেছি এজন্য সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ।'
বিজ্ঞাপন
শেখ মোরসালিন বসুন্ধরা কিংসে খেললে খুব বেশি গেম টাইম পেতেন না। এজন্যই মূলত এবার কিংস ছেড়ে আবাহনীতে এসেছেন। মোহামেডানের মালির ফুটবলার সুলেমান দিয়াবাতের আবাহনীতে আসার আলোচনা চলছে। এ নিয়ে তেমন উদ্বিগ্ন নন মোরসালিন, 'দিয়াবাতে ও আমার পজিশন ভিন্ন। এতে আমার খেলায় বা পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে বলে মনে করি না।'
গত মৌসুমে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবে খেলেছিলেন আল আমিন। প্রথম লেগে দেশীয় ফুটবলারদের মধ্যে শীর্ষ গোল স্কোরার হয়ে সবার নজরে এসেছিলেন। অনেক ক্লাবই তাকে প্রস্তাব দিলেও তিনি আবাহনী বেছে নেয়ার কারণ সম্পর্কে বলেন, 'আবাহনীতে কোচ হিসেবে রয়েছেন মারুফ স্যার। তার অধীনে শেখার অনেক কিছু রয়েছে। অনেকেই তার কাছ থেকে শিখতে চায়। গত মৌসুমের চেয়ে এবার বেশি গোল করতে চাই। ট্রেনিংয়ে ভালো করে একাদশে জায়গা করে নেয়াই প্রথম লক্ষ্য।'
বিজ্ঞাপন
আল আমিন ও মোরসালিন আসায় আবাহনীর ফরোয়ার্ড লাইনে শক্তি বাড়ছে। এই দুই ফুটবলার সম্পর্কে কোচ মারুফুল হক বলেন, 'তারা আমার সঙ্গে প্রথম কাজ করবে। তবে তাদের সঙ্গে আমি জানি ঘরোয়া লিগে বেশ পরিচিত। তারা আসায় অবশ্যই দলের জন্য ইতিবাচক।' অন্য ক্লাবগুলো যেখানে দলই গুছিয়ে উঠতে পারেনি সেখানে আবাহনী সবার আগে অনুশীলন শুরু করেছে। এ নিয়ে কোচের মন্তব্য, 'শুরু না করে উপায় নেই। এএফসি চ্যালেঞ্জ লিগের আর ২৬ দিন রয়েছে।'
গত মৌসুমে আবাহনী প্রথম লেগে বিদেশি ফুটবলার ছাড়াই খেলেছে। এবার দল নিয়ে তার মন্তব্য, 'আবাহনী এই অবস্থায় থেকেও (সংকটপূর্ণ পরিস্থিতি) চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে। এজন্য চ্যালেঞ্জ আরো বেশি। চ্যালেঞ্জ লিগে ক্লাবের কাছে আমার চাহিদা অন্তত তিন জন বিদেশি। তাহলে দলটি শক্তিশালী হয়।' ১২ আগস্ট ঢাকা আবাহনীর প্রতিপক্ষ নিয়ে কোচ বলেন, 'বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা পাওয়া যায়। ইতোমধ্যে আমি কিরগিজ ক্লাবের ১০-১৫ টি ম্যাচ দেখেছি। প্রয়োজনীয় ডাটা সংগ্রহ করে শক্তিশালী ও দুর্বল দিকগুলো চিহ্নিত করছি।'
গত মৌসুমে আবাহনীতে খেলা বাবলু, পাপন সিং, মিরাজুল, এনামুল গাজী আজ অনুশীলনে ছিলেন। গোলরক্ষক মিতুল মারমা ও মিডফিল্ডার মোঃ হৃদয় ছিলেন গত বছর আবাহনীর অন্যতম সেরা পারফরমার। এই দুই জন নিয়ে আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু সরাসরি মন্তব্য না করে বলেন, 'গত মৌসুমে যারা আমাদের হয়ে খেলেছেন তাদের অনেককে নিয়েই আমরা এএফসি টুর্নামেন্ট খেলতে চাই। তাদের পারফরম্যান্সের জন্যই আন্তর্জাতিক পর্যায়ে খেলা সম্ভব হচ্ছে তাই তাদের সেটুকু সম্মান প্রদর্শন করা উচিত। আমাদের সঙ্গে কয়েকজনের এখনো কথা চলছে। আগামীকাল অনেকে অনুশীলনে যোগ দেবেন।'
এজেড/এইচজেএস