বৃটিশ কোচ জেমি ডে কানাডা প্রবাসী রাহবার খানকে ডেকেছিলেন। তার সময়ে ২০২১ সালে কিরগিজস্তানে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে খেলেছিলেনও। এরপর আর জাতীয় দলে ডাক পাননি। সেই রাহবার খান এবার ফুটসাল দলে ডাক পেয়েছেন।

আজ বাফুফে ফুটসালের প্রাথমিক ৫৩ জনের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ট্রায়াল ছাড়া একমাত্র রাহবার খানই জায়গা পেয়েছেন। ফুটসাল ট্রায়ালের অন্যতম নির্বাচক সাবেক জাতীয় তারকা ফুটবলার ও কোচ আলফাজ আহমেদ বলেন, '৫২ জন ট্রায়াল থেকে নির্বাচন করা হয়েছে। ফুটসাল কমিটি রাহবার খানকে তালিকায় রেখেছে। কারণ ফুটসালে তার দক্ষতা অত্যন্ত ভালো।'

কানাডা প্রবাসী রাহবার খান নিয়ে ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, 'আশা করছি ক্যাম্প শুরুর সময় সে আসবে। কোচের অধীনে অনুশীলনে থাকবে।'

রাহবার খান কানাডা প্রবাসী হলেও বাংলাদেশে আসা যাওয়া করেন নিয়মিত। ঢাকার অনেক কপোর্রেট ফুটসাল টুর্নামেন্টেও তিনি অংশগ্রহণ করেছেন। কানাডাতেও ফুটসাল খেলার অভিজ্ঞতা রয়েছে। রাহবার খানের স্ট্যান্ডার্ড ফুটবলের অধ্যায় ছিল খুব সংক্ষিপ্ত। ফুটসালে ক্যারিয়ার কতটুকু দীর্ঘ হয় সেটাই দেখার বিষয়।

এজেড/এইচজেএস