অ্যাতলেটিকো ছেড়ে মেসির মায়ামিতে রদ্রিগো ডি পল
সপ্তাহ দুয়েক সময় ধরে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দেবেন বলে গুঞ্জন চলছিল। অবশেষে সেটি সত্যি হয়েছে। স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে এক বছরের জন্য ধারে (লোন) মায়ামিতে যোগ দিলেন ডি পল। ফ্লোরিডার ক্লাবটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রাথমিকভাবে মায়ামি ও ডি পলের চুক্তিটা এক বছরের লোনে হলেও, ২০২৬ সালে তা স্থায়ী করার সুযোগ রাখা হয়েছে। আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী তারকাকে দলে পেয়ে রোমাঞ্চিত মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম। এক বিবৃতিতে তিনি বলেন, ‘রদ্রিগো এমন এক খেলোয়াড়, অনেক বছর ধরে আমি যার প্রশংসা করে আসছি। যে দলের হয়েই সে খেলেছে, তাদের জন্য অনেক কিছু এনেছে– বিশেষ করে আর্জেন্টিনার জন্য। আমাদের দলেও সে অভিজ্ঞতা, আবেগ ও গুণমান যোগ করবে। মায়ামি ও এমএলএসে আরও একজন বিশ্বকাপজয়ী তারকাকে স্বাগত জানাতে আমি উত্তেজনাবোধ করছি।’
বিজ্ঞাপন
— Inter Miami CF (@InterMiamiCF) July 26, 2025
অবশ্য মায়ামির আনুষ্ঠানিক ঘোষণার আগেই অ্যাতলেটিকো মাদ্রিদ তাদের তারকা মিডফিল্ডারকে বিদায় জানিয়ে পোস্ট করেছে এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে। ৩১ বছর বয়সী এই আর্জেন্টাইন চার বছর খেলেছেন স্প্যানিশ ক্লাবটিতে। দিয়েগো সিমিওনের অধীনে ডি পল ১৮৭ ম্যাচে ১৪ গোল ও ২৬ অ্যাসিস্ট করেছেন। এক বিবৃতিতে অ্যাতলেটিকো জানিয়েছে, ‘ব্যক্তিগত ও পেশাদার ভবিষ্যতের জন্য আমরা রদ্রিগো ডি পলকে শুভকামনা জানাচ্ছি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
রদ্রিগো ডি পল মায়ামিতে মাঝমাঠের সঙ্গী হিসেবে পাবেন বেঞ্জামিন ক্রেমাশ্চি, বার্সেলোনার কিংবদন্তি সার্জিও বুসকেটস ও স্বদেশি ফেদেরিকো রেদোন্দোকে। এমএলএসের সেরা মিডফিল্ডারের দৃষ্টিতে দেখা হচ্ছে ডি পলকে। এর মধ্য দিয়ে মায়ামিতে আরও একজন সুপারস্টার আসছেন– এক মাস ধরে চলা সেই আলোচনায় অবশেষে চূড়ান্ত সীলমোহর পড়ল। এর আগে অবশ্য নেইমার জুনিয়র এবং কেভিড ডি ব্রুইনার মতো তারকাদের মায়ামিতে যুক্ত হওয়া নিয়ে গুঞ্জন ছড়ালেও সেসব সত্যি হয়নি।
— Atlético de Madrid (@Atleti) July 25, 2025
মায়ামিতে যোগদানে অবশ্য পারিশ্রমিকের অঙ্কটাও কম নয় আর্জেন্টাইন তারকার। গণমাধ্যমের তথ্যমতে, এই মিডফিল্ডারের দলবদল মূল্য ১৮ মিলিয়ন ডলার ধরা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০৭ কোটি ৪৬ লাখ টাকা। যদিও এমএলএসের নিয়ম মেনে মায়ামি কীভাবে এত অর্থ ব্যয় করছে সেই প্রশ্নও উঠতে পারে। তবে ক্লাবটির জন্য নিঃসন্দেহে ডি পলকে পাওয়া প্রেরণা ও শক্তি বর্ধক বলে মনে করা হচ্ছে।
এএইচএস