প্রথম বিভাগ দিয়ে ফিরছে কমলাপুর টার্ফ
কমলাপুর স্টেডিয়ামের টার্ফ ছিল বাফুফের সবেধন নীলমনি। এই টার্ফে গত কয়েক বছর চ্যাম্পিয়নশিপ, প্রথম-তৃতীয় বিভাগ লিগ হয়েছে। কয়েক মাস ধরে সেই টার্ফে সংস্কার চলায় মহানগরী ফুটবল লিগ কমিটির কর্মকান্ড স্থবির ছিল। এতে ২০২৪-২৫ মৌসুমে প্রথম-তৃতীয় বিভাগের কোনো খেলা হয়নি।
আজ ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটি প্রথম বিভাগ ফুটবল লিগের ক্লাবগুলোর সঙ্গে মত বিনিময় সভায় বসেছিল। সেই সভায় ১৫ সেপ্টেম্বর-১৫ অক্টোবর দলবদলের সিদ্ধান্ত হয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহে লিগ মাঠে গড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
জাতীয় স্টেডিয়ামে হওয়া আজকের সভায় উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি ক্লাব ও লিগ কমিটির কর্মকর্তাদের সেপ্টেম্বরের মধ্যে কমলাপুর টার্ফ প্রস্তুত হওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। বাফুফের সহ-সভাপতি ও মহানগরী লিগ কমিটির চেয়ারম্যান সাব্বির আহমেদ আরেফ অক্টোবরেই প্রথম বিভাগ আয়োজন করার ব্যাপারে আশাবাদী।
আজকের মিটিংয়ে প্রথম বিভাগের ১৭ ক্লাব প্রতিনিধি ছিল। ক্লাবগুলো ফেডারেশনের কাছে আর্থিক সুযোগ-সুবিধা চেয়েছে। মার্কেটিং কমিটির সঙ্গে আলোচনা করে স্পন্সর/পৃষ্ঠপোষকতার প্রেক্ষিতে ক্লাবগুলোকে সহায়তার ব্যাপারে মৌখিক আশ্বাস দেয়া হয়েছে। গত মৌসুমের চ্যাম্পিয়নশিপ লিগের অবনমিত দুই ক্লাব প্রথম বিভাগে যোগ দেয়ার কথা। আগামীকাল বিকেলে বাফুফে ভবনে পেশাদার লিগ কমিটির জরুরি সভা রয়েছে।
বিজ্ঞাপন
এজেড/এইচজেএস