১৩ আগস্ট জাতীয় দলের ক্যাম্প, দুই উপ-কমিটি গঠন
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনিয়র জাতীয় দল কাঠমান্ডুতে ফিফা প্রীতি ম্যাচ খেলবে। একই সময় অ-২৩ দল ভিয়েতনামে লড়বে এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে। গতকাল থেকে শুরু হয়েছে অ-২৩ দলের ক্যাম্প। জাতীয় দলের ক্যাম্প ১৩ আগস্ট ঢাকায় আরম্ভ হবে।
একই সময় দু’টি খেলা পড়ে যাওয়ায় সার্বিক পর্যবেক্ষণের জন্য বাফুফে জাতীয় দল কমিটির সদস্যদের মধ্য থেকেই দু’টি উপ কমিটি গঠন হয়েছে। অ-২৩ দলে ইকবাল হোসেন, ছাইদ হাসান কানন ও শাহাদাত হোসেন এবং জাতীয় দলে আমিরুল ইসলাম বাবু, ইমতিয়াজ হামিদ সবুজ ও মুকিতুর রহমানকে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন হয়েছে।
বিজ্ঞাপন
জাতীয় দলের জন্য গঠিত উপ কমিটির চিঠিতে ১৩ আগস্ট ঢাকায় ক্যাম্পের বিষয়টি লেখা রয়েছে। দুই কমিটির চিঠিতেই তাবিথ আউয়াল ও ইমরুল হাসান উভয়ের যৌথ স্বাক্ষর রয়েছে। চিঠির তারিখে ৩০ জুলাই থাকলেও আজ সংশ্লিষ্টরা এই সংক্রান্ত নির্দেশনা পেয়েছেন।
বিজ্ঞাপন
সেপ্টেম্বরে ফিফা উইন্ডো থাকে। সেই সময় এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইও হয়েছে আগে। বাফুফে কখনো দুই দলের জন্য দু’টি উপ-কমিটি গঠন করেনি। এবারই প্রথম এ রকম উদ্যোগ দেখা গেল। চিঠিতে উল্লেখ রয়েছে, ২২ জুলাইয়ের সভায় এই সংক্রান্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছিল।
দুই কমিটিকে দল নিয়ে পর্যবেক্ষণের পাশাপাশি স্পন্সর সংগ্রহের নির্দেশনাও দেয়া হয়েছে। জাতীয় দলের পৃষ্ঠপোষক ইউসিবি ব্যাংক রয়েছে এবং স্পন্সরের বিষয়টি মূলত মার্কেটিং কমিটির হলেও এই উপ-কমিটির ঘাড়েও বর্তানো হয়েছে।
আরও পড়ুন
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেই জাতীয় দল কমিটির চেয়ারম্যান। ফেডারেশনের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান কমিটির ডেপুটির চেয়ারম্যান। গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান ও সাতজন সদস্য- মোট নয় জনের কমিটির নির্দেশনা রয়েছে। সেখানে তাবিথ আউয়ালের এই কমিটি ছিল ১২ জনের। সাখওয়াত হোসেন ভূইয়া শাহীনকে অব্যাহতি দেয়ার পর কমিটির সদস্য এখন ১১ জন।
এজেড/এএল